X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক পেরেরা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ১৮:৩৯আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৩৯

থিসারা পেরেরা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ যারা খেলবে, শুধু তাদের নিয়ে দল ঘোষণা করা হবে। শুক্রবার এ কথা বলেছিলেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক গ্যায়েম লেবরুই। শনিবার দল ঘোষণার পর তার কথার প্রমাণ মিললো। প্রথম সারির বেশ কয়েকজন খেলোয়াড় বাদ পড়েছেন। গত সেপ্টেম্বরে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে যাওয়া থিসারা পেরেরা পেয়েছেন দলের নেতৃত্ব।

এ বছর ষষ্ঠবার নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে শ্রীলঙ্কা। এর আগে উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, রঙ্গনা হেরাথ, দিনেশ চান্দিমাল ও চামারা কাপুগেদারা করেছেন বিভিন্ন ফরম্যাটের অধিনায়কত্ব।

সিরিজের প্রথম দুই ম্যাচ হবে আরব আমিরাতে, শেষ ম্যাচ হবে লাহোরে। কিন্তু নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান নিয়মিত অধিনায়ক থারাঙ্গা। এছাড়া লাসিথ মালিঙ্গা, নিরোশান ডিকবেলা, চামারা কাপুগেদারা ও সুরাঙ্গা লাকমল যেতে রাজি হননি। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল পেরেরা ইনজুরিতে বাদ পড়েছেন। গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা ৯ জন নেই এই সিরিজে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার দানুশকা গুনাথিলাকা। আরব আমিরাতে প্রথম টেস্ট ও ওয়ানডে ক্যাপ পরা ২২ বছর বয়সী ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমা টি-টোয়েন্টিতেও অভিষেকের অপেক্ষায়। দলে আরেক নবাগত মিনোদ ভানুকা। পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বাদ পেতে পারেন এ উইকেটরক্ষক।

৮ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা অফস্পিনার মাহেলা উদাবাত্তেকে ফেরানো হয়েছে ১৬ জনের এই দলে।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: থিসারা পেরেরা (অধিনায়ক), দিলশান মুনাবীরা, দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা (উইকেটরক্ষক), আশান প্রিয়াঞ্জন, মাহেলা উদাবাত্তে, দাসুন শানাকা, সাচিথ পাথিরানা, বিকুম সঞ্জয়া, লাহিরু গামাগে, সেক্কুগে প্রসন্ন, বিশ্ব ফার্নান্দো, ইসুরু উদানা, জেফ্রি ভ্যান্ডারসে ও চতুরাঙ্গা ডি সিলভা। ক্রিকইনফো, আইসিসি

 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার