X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে ভাঙলো বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৫:৩৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৫:৩৪

ভালো খেলেও হেরে যেতে হলো বাংলাদেশকে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ব্যাটে ও বলে দারুণ করেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছিল তারা ২৭৫ রানের টার্গেট দিয়ে। কিন্তু বৃষ্টিতে হলো না ফাইনাল খেলার স্বপ্ন পূরণ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ২ রানে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে পাকিস্তান।

গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে যুব এশিয়া কাপ সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে তারা দারুণ শুরু করে। পিনাক ঘোষ, সাইফ হাসান ও আফিফ হোসেনের ফিফটিতে বাংলাদেশ ৬ উইকেটে করে ২৭৪ রান। এরপর ৫১ রানের মধ্যে পাকিস্তানের তিন উইকেট তুলে নিয়ে স্বস্তিতে ছিল তারা। কিন্তু প্রতিরোধ গড়েন মোহাম্মদ তাহা। ৩৯ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান যখন পাকিস্তানের স্কোরবোর্ডে, তখন নামে বৃষ্টি। ঘণ্টাখানেক পরও বৃষ্টি না থামায় ডাকওয়ার্থ লুইসের হিসাব নিকাশে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়।

পাকিস্তান ৫১ রানে ৩ উইকেট হারানোর পর রোহেল নাজিরের সঙ্গে তাহার ৬৯ রানের জুটি স্বস্তি ফেরায়। রোহেল (২৬) আউট হওয়ার পর তাহাকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে পথে রাখেন সাদ খান। তিনি ৩৫ রানে অপরাজিত থাকলেও বৃষ্টি নামার চার বল আগে তাহা আউট হন। ৯৭ বলে ৮ চার ও ৩ ছয়ে ৯২ রান করেন এই ব্যাটসম্যান।

বাংলাদেশের পক্ষে কাজী অনিক ইসলাম দুটি উইকেট নেন।

এর আগে বৃহস্পতিবার কিনারা ওভালে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে পিনাকের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন নাইম শেখ (১৮)। তারপর দ্বিতীয় উইকেটে সাইফ ও পিনাকের একশ ছাড়ানো জুটি। ৭৮ বলে ৯ চার ও ১ ছয়ে ৬১ রানে আউট হন সাইফ। মুনির রিয়াজের বলে আউট হওয়ার আগে ১০৫ রানের জুটি গড়েন বাংলাদেশি অধিনায়ক।

মুনির পরের দুটি উইকেট নিয়ে বাংলাদেশের লাগাম টেনে ধরেছিলেন। এই পাকিস্তানি বোলারকে উইকেট দেন তৌহিদ হৃদয় ও পিনাক। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৮২ রানে আউট হন পিনাক। ৯৩ বলে ৮ চার ও ১ ছয়ে সাজানো ছিল বাংলাদেশের এই সেরা ইনিংস।

শেষদিকে এসে দলকে স্বস্তির সংগ্রহ এনে দেন আফিফ ও নাঈম হাসান। তারা অপরাজিত ৫০ রানের জুটি গড়েন। ৫৫ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন আফিফ। দুটি ছয়ে ১৫ বলে ২২ রানে খেলছিলেন নাঈম।

পাকিস্তানের মুনির সর্বোচ্চ ৩ উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু