X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিপিএলে খেলবেন না নিষিদ্ধ হাফিজ

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৭, ১২:৪৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৪:৩৩

বিপিএলে খেলবেন না নিষিদ্ধ হাফিজ আগামী শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যোগ দেওয়ার কথা ছিল মোহাম্মদ হাফিজের। কিন্তু তিনি সরে দাঁড়ালেন। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের দায়ে বৃহস্পতিবার নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। তাই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলার কথা ছিল হাফিজের। আন্তর্জাতিক বোলিংয়ে নিষিদ্ধ হলেও খেলতে পারতেন তিনি এই ব্যাটসম্যান ও অফ স্পিনার।

বিপিএলে না খেলার কারণ সম্পর্কে হাফিজ বলেছেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে আমি বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি লাহোরে থাকতে চাই। আইসিসির অধিভুক্ত ল্যাবরেটরিতে বায়োমেকানিক পরীক্ষা দেওয়ার আগে এখানে আমার বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে চাই।’ জানা গেছে, লাহোরের এলইউএম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পরীক্ষা দেবেন তিনি।

গেল অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর ইংল্যান্ডের একটি পরীক্ষাগারে বায়োমেকানিক পরীক্ষায় অংশ নেন। রিপোর্টে তার কয়েকটি ডেলিভারিতে ত্রুটি পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাকে নিষিদ্ধ করে আইসিসি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক এক বছরের নিষেধাজ্ঞা শেষে গত বছরের ডিসেম্বরে বোলিং শুরু করেছিলেন। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে একই দোষে প্রথমবার নিষিদ্ধ হন হাফিজ।

৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার হতাশ। কিন্তু ভেঙে পড়ছেন না। সমস্যা কাটিয়ে দ্রুত ফেরার প্রত্যয় তার কণ্ঠে, ‘আমি আমার বোলিং অ্যাকশন শোধরাতে সব চেষ্টা করব। আসছে নিউজিল্যান্ড সফর ও পাকিস্তান সুপার লিগ আমার কাছে গুরুত্বপূর্ণ। পরের বছর জাতীয় দলের হয়ে অনেক ক্রিকেট ম্যাচ আছে।’ ডিএনএ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র