X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তায় মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ০১:২০আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ০১:২৪

ছয়টি ক্যাচ মিস করলেও শেষ পর্যন্ত সহজেই জিতেছে খুলনা টাইটানস। ছবি-বিসিবি ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়ে খুলনা টাইটানস এখন বিপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। শুক্রবার চিটাগং ভাইকিংসকে সহজে ৫ উইকেটে হারালেও ম্যাচ শেষে মাহমুদউল্লাহর কণ্ঠে ধরা পড়লো দুশ্চিন্তা। দলের ফিল্ডিং নিয়ে উদ্বিগ্ন খুলনার অধিনায়ক।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খুলনার ফিল্ডারদের হাত গলে পড়েছে ছয়টি ক্যাচ। এর মধ্যে চারটি ক্যাচই মিস করেছেন মাহমুদউল্লাহ। সংবাদ সম্মেলনে খুলনার অধিনায়ক বললেন, ‘আজ আমাদের ফিল্ডিং খুব বাজে হয়েছে। ফিল্ডিংয়ে উন্নতি করা জরুরি। আশা করি, পরের ম্যাচে সব ভুল শুধরে মাঠে নামতে পারবো।’

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে মাইকেল ক্লিঙ্গারকে হারালেও অন্য ওপেনার রাইলি রোসোর ২৬ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস জয়ের পথে এগিয়ে দেয় খুলনা টাইটানসকে। যদিও দলীয় ৬০ রানে রোসো সহ তিন জনের বিদায় কিছুটা চাপে ফেলে দিয়েছিল গতবার তৃতীয় হওয়া দলটিকে। তবে মাহমুদউল্লাহর সঙ্গে আরিফুল হকের ৭০ রানের জুটির সৌজন্যে জয় নিয়ে ভাবতে হয়নি।

আগের ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। তার আগেরটি জয়ের সুবাস পেয়েও ঢাকা ডায়নামাইটসের কাছে হার মেনেছিল খুলনা। শুক্রবার জিতে তাই উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ, ‘জয় সব সময়ই দারুণ ব্যাপার, জয়ে ফিরতে পেরে ভালো লাগছে। আমাদের বিশ্বাস ছিল, বড় একটা জুটি হলেই ম্যাচটা কঠিন হবে না। নিচের দিকে ব্র্যাথওয়েট ও সেক্কুগে প্রসন্নর মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম আমরা।’

শুরু থেকেই ঝড় তোলা রোসোরও প্রশংসা করলেন খুলনা টাইটানসের অধিনায়ক, ‘মূলত রাইলি রোসোই ম্যাচের গতিপ্রকৃতি ঠিক করে দিয়েছে। তার ইনিংসটা ছিল দুর্দান্ত।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী