X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

১৭২ রানেই শেষ ভারত

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ১২:৪৪আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১২:৪৫

ভারতের টপ অর্ডার ধসিয়ে দেওয়া লাকমাল পেয়েছেন ৪ উইকেট বিধ্বস্ত যাকে বলে শ্রীলঙ্কায় গিয়ে সেটাই করে এসেছিল ভারত। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ফরম্যাটে তারা হোয়াইটওয়াশ করেছিল লঙ্কানদের। সেই শ্রীলঙ্কা যখন ভারতের মাটিতে খেলতে নামছে, তখন তাদের অবস্থা কতটা খারাপ হয়, সেটাই ছিল দেখার। অথচ কলকাতা টেস্টের দৃশ্য পুরোপুরি উল্টো! বোলিংয়ে ভারতকে নিয়ে আক্ষরিক অর্থেই খেললো সফরকারীরা। প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৭২ রানে অলআউট করেছে দিনেশ চান্ডিমালরা।

বৃষ্টির বাগড়ায় শনিবার চলছে টেস্টের তৃতীয় দিন। প্রথম দুই দিনে খেলা হয়েছে ৪৫ ওভারেরও কম। প্রথম দিন সুরঙ্গা লাকমাল যে সুইং জাদু দেখাচ্ছিলেন, বৃষ্টি না হলে ভারতের অবস্থা আরও শোচনীয়ই হতো। লাকমালের সঙ্গে লাহিরু গামাগে, দাসুন শানাকা ও দিলরুয়ান পেরেরা উইকেট উৎসবে যোগ দিলে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ১৭২ রানে শেষ ভারত।

টপ অর্ডারের ধসে একা হাতে লড়াই চালিয়ে গেছেন চেতশ্বর পূজারা। ভারতের সর্বোচ্চ ৫২ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকেই। ১১৭ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১০ বাউন্ডারিতে। তার সঙ্গে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ছোট কিন্তু কার্যকর ইনিংসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারতের ওই পর্যন্ত যাওয়ার পথে। ঋদ্ধিমান সাহা ভালো শুরু করেও ফিরে যান ২৯ রান করে। রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ২২ রান। ভুবনেশ্বর কুমার ১৩ ও মোহাম্মদ সামি খেলেন ঝোড়ো ২৪ রানের ইনিংস।

ভারতের টপ অর্ডার ধসিয়ে দেওয়া লাকমাল ২৬ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। আর দুটি করে উইকেট পেয়েছেন গামাগে, শানাকা ও দিলরুয়ান। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী