X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে খুলনা টাইটানসের কঠোর অনুশীলন

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৩ নভেম্বর ২০১৭, ১৫:৪১আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৬:০০

ব্যাটিং অনুশীলন করছে খুলনা (ছবি: রবিউল ইসলাম) মাহমুদউল্লাহ অফস্টাম্পের একটি বল লেটকাট করতে গিয়ে বোল্ড হলেন। বোলিং প্রান্তে তখন উচ্ছ্বসিত মুক্তার আলী। এদিকে নেটের পাশে দাঁড়ানো মাহেলা জয়াবর্ধনে পাখির চোখে পরখ করছিলেন খুলনা টাইটানসের অধিনায়কের ব্যাটিং। তার কাছে গিয়ে শ্রীলঙ্কান কোচ ‘শ্যাডো’ করে দেখালেন বলটি কীভাবে খেলতে হবে। মাহমুদউল্লাহও সেটা অনুকরণ করলেন। মুক্তারকে তেমন আরও একটি বল করতে বললেন কোচ। এবার আর ভুল করেননি খুলনার অধিায়ক। সোজা ব্যাটে কভার ড্রাইভের মতো করে খেললেন মুক্তারের অফস্টাম্পের বলটি।

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইটানসের কঠোর অনুশীলন সেশনটি এভাবেই হয়েছে। সকাল ৯টায় অনুশীলন সূচি থাকলে টিম টাইটানস ৮টার পরপরই মাঠে উপস্থিত। উদ্দেশ্য একটি ঘণ্টা বেশি সময় কাটানো। কেননা সকাল ১১টার মধ্যে আরও দুটি দল অনুশীলন করবে। সেক্ষেত্রে বাড়তি একটু অনুশীলন করতেই আগেভাগে অনুশীলন মাঠে মাহমুদউল্লাহরা।

শুক্রবার টুর্নামেন্টের অন্যতম কঠিন প্রতিপক্ষ রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা। মাশরাফির নেতৃত্বে খেলা যে দলে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের মতো মারকুটে ব্যাটসম্যান আছেন। যারা কিনা একাই ম্যাচের চিত্রনাট্য পাল্টে দিতে পারেন। এমন একটি দলের বিপক্ষে লড়তে গেলে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে বোলারদের। বোলারদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ব্যাটসম্যানদের জন্য কতটুকু চ্যালেঞ্জ।

অনুশীলনে খুলনার বোলাররা পাশাপাশি দুটি নেটেই প্রধান কোচ জয়াবর্ধনে ও বোলিং কোচ আলফানসো থমাস তার শিষ্যদের পর্যবেক্ষণ করছিলেন। প্রত্যেক পেসারকেই তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছিলেন থমাস। কাইল অ্যাবটকে ডেকে টানা ইয়র্কার মারতে বললেন। কিন্তু ফুলটসে মাহমুদউল্লাহর শটসে বিরক্ত হলেন থমাস। অন্যদিকে জয়াবর্ধনে হাততালি দিয়ে অধিনায়ককে অভিবাদন জানালেন। একই নেটে দুই কোচের মধুর লড়াইটা বেশ উপভোগ্যই হলো।

শুধু কি কোচের লড়াই, খুলনার ব্যাটসম্যান ও বোলারররাও একে অপরের সঙ্গে লড়াইয়ে মেতেছেন। কার্লোস ব্র্যাথওয়েটকে প্রতিপক্ষ বানিয়ে বোলিং করছিলেন মোশাররফ হোসেন। প্রথম বলেই বাউন্ডারি ছাড়া করে নতুন চ্যালেঞ্জ নিলেন একে অপরের। পরের ৬ বলের চ্যালেঞ্জে জিতেছেন ব্র্যাথওয়েটই। চারবার তিনি সজোরে মেরেছেন। ম্যাচে এই চারটি শট নিশ্চিতভাবেই গ্যালারিতে গিয়ে পড়বে।

শুধু যে কঠোর অনুশীলন করেই সময় কাটিয়েছে খুলনা টাইটানস, এমনটা নয়। পুরো সময়টা উপভোগ করেছেন ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ তো সারাক্ষণই নানাভাবে সতীর্থদের সঙ্গে মজা করে কাটিয়েছেন। নাজমুল হোসেন তার পাশের নেটে জোফরা আর্চারকে জোরালো শটে গ্যালারি ছাড়া করেছিলেন। তাতে পাশের নেট থেকে মাহমুদউল্লাহ সঙ্গে সঙ্গেই বলেছেন, ‘এখন মেরে লাভ নেই, ম্যাচে মারলেই হবে।’ একগাল হেসে নাজমুলের উত্তর, ‘হুম ভাই, কাল হবে।’ 

একাগ্র অনুশীলনে খুলনা সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত পুরো মাঠে একাই অনুশীলন করেছে খুলনা। একপাশের নেটে যখন নাজমুল-মাহমুদউল্লাহ-ব্র্যাথওয়েট-আরিফুল হক অনুশীলন করেছেন। অন্য পাশের নেটে তখন গত কয়েক ম্যাচে একাদশে বাইরে থাকা নিকোলাস পুরান-মাইকেল ক্লিঙ্গার-সাইফ হাসানরা অনুশীলন করেছেন।

ঢাকার প্রথম পর্বে ৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রামে পা রেখেছে খুলনা টাইটানস। বন্দরনগরীতে তিনটি ম্যাচ খেলবে গত আসরে তৃতীয় হওয়া খুলনা। এরমধ্যে সবচেয়ে কঠিন ম্যাচেই শুক্রবার জহুর আহমেদের ২২ গজে মাঠে নামতে হবে মাহমুদউল্লাহর দলকে। টানা দুই ম্যাচ জেতার আত্মবিশ্বাসের রসদ নিয়ে মাঠে নামার আগের দিন তাই কঠোর অনুশীলনে ঘাম ঝরালেন ক্রিকেটাররা। উদ্দেশ্য, চট্টগ্রামে জয় দিয়ে শুরু করা। কাল দিন শেষেই বোঝা যাবে গেইল-ম্যাককালামদের বিপক্ষে এই কঠোর অনুশীলন খুলনার জন্য কতটা কাজে দিলো!

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা দক্ষিণের ৪ খাল উদ্ধার ও সবুজায়নের কাজ শুরু
ঢাকা দক্ষিণের ৪ খাল উদ্ধার ও সবুজায়নের কাজ শুরু
প্রবাসী সেবা লিমিটেডের এমডিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ভিসার কাগজ জালিয়াতিপ্রবাসী সেবা লিমিটেডের এমডিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারতাম: প্রধানমন্ত্রী
সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারতাম: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?