X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘গেইল-ম্যাককালামকে দ্রুত ফেরানো জরুরি ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৪ নভেম্বর ২০১৭, ২০:৩৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২০:৩৬

সংবাদ সম্মেলনে খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি-রবিউল ইসলাম ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামকে শুরুতেই ফিরিয়ে জয়ের পথ প্রশস্ত করে তোলে খুলনা টাইটানস। দলীয় ২০ রানে ফিরে যান রংপুর রাইডার্সের দুই আক্রমণাত্মক ওপেনার। ম্যাচ শেষে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, গেইল-ম্যাককালামকে দ্রুত ফেরানোর পরিকল্পনা সফল হওয়ায় জিততে পেরেছেন তারা।

রংপুরের দুই বিস্ফোরক ব্যাটসম্যানকে ফেরানোর বিষয়ে অবশ্য সংবাদ সম্মেলনে খোলাখুলি কিছু বলতে চাইলেন না মাহমুদউল্লাহ, ‘পরিকল্পনা জানালে তো সব ফাঁস হয়ে যাবে! ওদের (গেইল-ম্যাককালাম) ব্যাটিং যেদিকে শক্তিশালী, সেখানে বল না করার পরিকল্পনা ছিল। যে কোনও মূল্যে ওদের দ্রুত ফেরানো জরুরি ছিল। সেটা করতে না পারলে হয়তো ম্যাচটা ক্লোজই হতো না।’

গেইল-ম্যাককালামের দ্রুত বিদায় যে খুলনাকে জয়ের পথে এগিয়ে দিয়েছে, তা নির্দ্বিধায় জানালেন মাহমুদউল্লাহ, ‘ওরা আউট হওয়ার পরই আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। ওদের রবি বোপারা খুব ভালো ব্যাটিং করেছে, নাহিদুল প্রথম নেমেই ভালো করেছে। আমরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি, আর এটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’

এবারের বিপিএল বাজে ফিল্ডিং নিয়ে বেশ দুশ্চিন্তায় খুলনা টাইটানস। চিটাগং ভাইকিংসের বিপক্ষে তো ছয়টা ক্যাচ পড়েছিল খুলনার ফিল্ডারদের হাত গলে, যার মধ্যে মাহমুদউল্লাহ একাই ফেলেছিলেন চারটি। তবে আজ দুর্দান্ত ফিল্ডিং করে জয় ছিনিয়ে নিয়েছে খুলনা।

এ বিষয়ে মাহমুদউল্লাহর মন্তব্য, ‘ভালো ফিল্ডিং অনেকখানি নির্ভর করে বোলারের ওপরে। বোলারের শক্তি বিবেচনা করে ফিল্ডিং পজিশন ঠিক করা হয়। পরিকল্পনা কখনও সফল হয়, কখনও হয় না। তবে আজ আমাদের ফিল্ডিং খুব ভালো হয়েছে। ভালো ফিল্ডিংয়ের জন্যই ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?