X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দুই সেঞ্চুরিতে শীর্ষে গেইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ২২:৩৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২২:৫৩

ক্রিস গেইল পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। এবারের টুর্নামেন্টে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও দাপট দেখিয়েছেন সমানতালে। তিন সেঞ্চুরির সঙ্গে ৪৮ হাফসেঞ্চুরি এসেছে এই আসরে। তিন সেঞ্চুরির দুটিই করেছেন রংপুর রাইডার্সের ক্রিস গেইল, অন্যটি একই দলের জনসন চার্লসের। সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকাতে আছেন দুই বাংলাদেশি, যেখানে শীর্ষ পাঁচে আবার তিনজনই রংপুরের।

ক্রিস গেইল (রংপুর রাইডার্স): তিন দিনের ব্যবধানে ক্রিস গেইলের দুটি সেঞ্চুরিতেই রান সংগ্রাহকের তালিকা ওলটপালট হয়ে গেছে। লিগ পর্বে রংপুরের প্রথম তিন ম্যাচের পর দলে যোগ দিয়েছিলেন এই ব্যাটিং দানব। লিগ পর্বে দুটি হাফসেঞ্চুরি পেলেও ধুঁকতে হয়েছে ব্যাটিং দানবকে। তবে ক্রিস গেইল যে বড় ম্যাচের খেলোয়াড়, সেটা প্রমাণ করেছেন প্লে অফ ও ফাইনাল ম্যাচে দুটি সেঞ্চুরি করে। বিপিএলের এক আসরে ৪৮৫ রান করে এক মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ রান এখন গেইলের দখলে। শুধু তাই নয়, এলিমেনিটর ম্যাচে ১২৬ রানের ইনিংস খেলে সাব্বির রহমানের রেকর্ড ভেঙেছিলেন এই ব্যাটিং দানব। এক ম্যাচ বিরতি দিয়ে মঙ্গলবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলে। সবমিলিয়ে চলতি আসরে ১১ ম্যাচে ১৭৬.৩৬ স্ট্রাইকরেটে ২ হাফসেঞ্চুরি ও ২ সেঞ্চুরিতে ৫৩.৮৮ গড়ে গেইলের রান ৪৮৫।

এভিন লুইস (ঢাকা ডায়নামাইটস): ঢাকাকে ফাইনালে নিয়ে আসার পেছনে এভিন লুইসের অবদান অনেক। এই ক্যারিবিয়ান সবচেয়ে বেশি রান করার তালিকার দুই নম্বরে আছেন। ১২ ম্যাচে ৩৬ গড়ে তার সংগ্রহ ৩৯৬ রান। কোনও সেঞ্চুরি না পেলেও হাফসেঞ্চুরি পেয়েছেন তিনটি। চট্টগ্রামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেলা ৭৫ রান তার এই আসরে তার সর্বোচ্চ ইনিংস।

রবি বোপারা (রংপুর রাইডার্স): রংপুরের আরেক ব্যাটসম্যান রবি বোপারা আছেন ব্যাটিং তালিকার তিন নম্বরে। ১৫ ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ৩৬৫ রান। ব্যাট হাতে বোপারা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চট্টগ্রামে খুলনা টাইটানসের বিপক্ষে ইংলিশ ব্যাটসম্যান ৫৯ রানের ইনিংস খেলেছিলেন, এটাই তার এবারের আসরে সেরা ইনিংস।

তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স ): কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল দুটি হাফসেঞ্চুরি পেলেও তার ইনিংসগুলোকে বড় করতে পারেননি। ১০ ম্যাচে দুই হাফসেঞ্চুরিতে তামিম ৩৩২ রান করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। চট্টগ্রামে তামিমের অপরাজিত ৬৪ রানের ওপর ভর করেই ৯ উইকেটে খুলনাকে হারিয়েছিল কুমিল্লা। এটাই পঞ্চম আসরে তামিমের সর্বোচ্চ রানের ইনিংস। নিজের হোম গ্রাউন্ডে চিটাগং ভাইকিংসের বিপক্ষে আরও একটি হাফসেঞ্চুরি এসেছিল তামিমের। সবমিলিয়ে ১৩২.৮০ স্ট্রাইকরেট ৩৬.৮৮ গড়ে তামিম ৩৩২ রান করেছেন।

মোহাম্মদ মিথুন (রংপুর রাইডার্স): মোহাম্মদ মিথুন জাতীয় দলের বাইরে অনেক দিন। যদিও বিপিএলে হয়ে উঠছিলেন রংপুরের আস্থার প্রতীক। দলের বিপদের সময় বেশ কিছু ম্যাচে মিথুন প্রতিরোধ গড়েছেন। মাত্র একটি হাফসেঞ্চুরি করেই শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় ঢুকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১৫ ম্যাচে ২৯.৯০ গড়ে মিথুন করেছেন ৩২৯ রান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী