X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ভাবনায় নেই হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৩৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:১৪

এই ছবিটা এখন অতীত লড়াইটা শ্রীলঙ্কার বিপক্ষে। তবু ঘুরেফিরে চলে আসছে চন্ডিকা হাথুরুসিংহের কথা। তা আসারই কথা। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই হাথুরুসিংহের দলের বিপক্ষেই যে মাঠে নামাতে যাচ্ছে টাইগাররা। যদিও শুক্রবারের লড়াইয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শুধু শ্রীলঙ্কাকে নিয়েই ভাবছেন। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের প্রভাব নিয়ে প্রশ্ন উঠতেই মাশরাফির উত্তর, ‘এগুলো প্রভাব ফেলে না। আমাদের মাথায় আছে কেবল জিততে হবে। এর বাইরে কোনও কিছু চিন্তা করার সুযোগ নেই। চিন্তা করতে গেলে চাপ তৈরি হবে। তাই সবাই খেলার দিকে মনোযোগী। জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে খেলেছি, সেভাবে খেলেই আমাদের জেতার লক্ষ্য।’

হাথুরুসিংহের অধীনে সাড়ে তিন বছরে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে হঠাৎই টাইগারদের দায়িত্ব ছেড়ে দিয়ে বিতর্কের জন্ম দেন লঙ্কান কোচ। গুঞ্জন আছে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। মাশরাফিসহ দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারের সামনে সুযোগ থাকছে হাথুরুসিংহকে চমকে দেওয়ার।

মাশরাফি অবশ্য চমকের কিছু দেখছেন না, ‘আলাদা করে চমক দেওয়ার কিছু নেই। হাথুরুসিংহে থাকতেও মাঠে আমরা যেভাবে খেলতাম, এখনও আমরা সেভাবেই খেলব। আমি চাই ছেলেরা আত্মবিশ্বাস নিয়ে ক্রিকেট খেলুক।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও বলেছেন, ‘পেশাদার ক্রিকেটে এই ধরনের ঘটনা এবারই প্রথম না। একজন কোচ বা খেলোয়াড়ের মুখোমুখি হওয়া পুরনো ঘটনা। এমন ঘটনা আমরা অনেক আগেই পেছনে ফেলে এসেছি। যখন তিনি (হারুথুরুসিংহে) চলে গেছেন, আমরা তার পরিকল্পনা পুরোটাই ভুলে গেছি। এখন যারা নতুন কোচ বা দায়িত্বে আছেন, তাদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে তাই হাথুরুসিংহের বিষয় নিয়ে ভাবার সুযোগ নেই।’

শ্রীলঙ্কার অবস্থা মোটেও সুখকর নয়। ব্যর্থতার বৃত্তে বন্দী দলের দায়িত্ব নেওয়ায় হাথুরুসিংহের চ্যালেঞ্জটা এখন অনেক বেশি। হারতে থাকা বাংলাদেশের দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জে জিতেছিলেন হাথুরুসিংহে। যদিও বুধবার তার প্রথম মিশনে জিম্বাবুয়ের কাছে হার মানে শ্রীলঙ্কা। হাথুরুসিংহে যেমন চ্যালেঞ্জের মধ্যে আছেন, বাংলাদেশও তেমন চ্যালেঞ্জের মধ্যেই আছে বলে মনে করেন মাশরাফি, ‘পেশাদার দুনিয়াটা এরকম- হারলে প্রশ্ন উঠবেই। হাথুরুর জায়গায় আমি থাকলেও প্রশ্নটা উঠতো। শুক্রবার আমরা চেষ্টা করব সেরাটা দেওয়ার।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে
ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা