X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মুশফিকের বহু অপেক্ষার হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৪

টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফসেঞ্চুরির পর মুশফিক। ছবি-বিসিবি শত শত সকাল-সন্ধ্যা কেটে গেলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যর্থতা কাটিয়ে উঠতে পারছিলেন না মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে  অবশেষে জ্বলে উঠলেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪৪ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস থেকে ঠিকরে বেরোলো আত্মবিশ্বাস আর সংকল্পের নির্যাস।

টি-টোয়েন্টিতে এটা মুশফিকের মাত্র দ্বিতীয় হাফসেঞ্চুরি। প্রথমটির জন্মও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, ২০১৩ সালের নভেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ রানের সেই ইনিংসটির পর টি-টোয়েন্টিতে ফিফটি পেতে প্রায় সোয়া চার বছর অপেক্ষা করতে হলো তাকে। সাতটি চার আর একটি ছক্কায় সাজানো আজকের ইনিংসকে করতালিতে স্বাগত জানালো মিরপুরের ভরা গ্যালারি, প্রতিটি শটে দর্শকদের মাঝে ছড়িয়ে পড়লো মুগ্ধতা।  

টি-টোয়েন্টিতে আজ ছিল মুশফিকের ৫৪ নম্বর ইনিংস। ক্যারিয়ারের শুরুতে ব্যাট করতেন নিচের দিকে, তবে কয়েকটি ম্যাচ খেলার পর তার পজিশন নেমে আসে চার থেকে ছয় নম্বর। আজই প্রথম তিন নম্বরে ব্যাটিং করলেন তিনি, আর শুরুতেই সফল এই উইকেটকিপার/ব্যাটসম্যান।

আজকের আগে গত দুই বছরে ২০ ওভারের ক্রিকেটে মুশফিকের ১৫ ইনিংসের স্কোর ছিল অপরাজিত ২৪, অপরাজিত ১৬, ৪, ৪, ১২, ৪, ০, ১৮, অপরাজিত ১৫, ১১, ০, ৮, ১৫, ১৩ ও ২। দেখলেই বোঝা যায়, টি-টোয়েন্টিতে কতটা দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছিলেন তিনি। সর্বশেষ ২৬ ইনিংসে ৩০-এর ওপরে রান ছিল না। সব হতাশা আর যন্ত্রণা এক নিমেষে দূর হলো আজকের ঝড়ো ইনিংসে। টি-টোয়েন্টিতে তার ব্যর্থতা নিয়ে গুঞ্জনও আপাতত শেষ। নির্ভার মুশফিক এই ইনিংসের সৌরভ বুকে নিয়ে নিশ্চয়ই পাড়ি দেবেন আরও অনেকটা পথ।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী