X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সামনে বিপদ দেখছেন মাহমুদউল্লাহ

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০০

ইনিংস সেরা রান করেছিলেন মাহমুদউল্লাহ ত্রিদেশীয় সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। তারপর টেস্ট সিরিজেও হার দেখতে হয়েছে তাদের। বাকি ছিল টি-টোয়েন্টি, সেখানেও শুরু হয়েছিল হার দিয়ে। সিলেটের নতুন ভেন্যুতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এমন স্বপ্ন চোখেমুখে নিয়েই কিন্তু এই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির হয়েছিল হাজার হাজার ভক্তরা। তামিম-মোস্তাফিজদের হারে তাই হতাশ তারাও। এমন হারের পর বাংলাদেশের ক্রিকেটের অশনি সংকেত দেখতে পাচ্ছেন মাহমুদউল্লাহ।

দ্রুত সমস্যাগুলো বের করে সমাধান না করলে সামনে বিপদ বাড়বে বাংলাদেশের। সংবাদ সম্মেলনে এমন শঙ্কার কথা জানালেন অধিনায়ক। দলের হারের পেছনে একই ভুল বারবার করাকে কারণ দেখছেন মাহমুদউল্লাহ, ‘একই ভুল আমরা প্রতিনিয়ত করছি। এর মাশুল প্রত্যেক ম্যাচেই দিচ্ছি। আমাদের এখান থেকে বের হতে হবে। এভাবে খেলতে থাকলে একই ফল হবে। নির্দিষ্ট বা টেকটিক্যাল পরিকল্পনা সবকিছুই আছে। কিন্তু সেগুলো মাঠে তো বাস্তবায়ন করতে হবে। শুরুতে উইকেট নিতে না পারলে ম্যাচে টিকে থাকা কঠিন।’

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও হতাশ করেছে বাংলাদেশ। এই নিয়ে মাহমুদউল্লাহর স্বীকারোক্তি, ‘ব্যাটিংয়ে আমরা বড় জুটি গড়তে পারিনি। ২০০ রান তাড়া করতে হলে পাওয়ার প্লেতে অবশ্যই ৬০ থেকে ৬৫ রান করতে হবে। সেই রান করার বদলে আমরা নিয়মিত উইকেট হারিয়েছি। সত্যি কথা বলতে দিনটি আমার কাছে হতাশার।’

দুই দলের মধ্যে পার্থক্য নিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে বড় রান পেয়েছে। আমরা তিনটা উইকেট হারিয়েছি। এটা একটা ব্যবধান ছিল। টি-টোয়েন্টিতেপ্রথম ৬ ওভার খুব গুরুত্বপূর্ণ। যদি ব্যাটিং করি, তবে দ্রুত রান করতে হবে। আর বল করলে নিতে হবে দ্রুত উইকেট।’

টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে থেকেই জানা ছিল, দুই ম্যাচে তারুণ্যের মেলা বসবে। শেষ পর্যন্ত স্কোয়াডে সুযোগ পাওয়া ৬ তরুণের সবারই অভিষেক হয়েছে দুই ম্যাচ মিলিয়ে। তাদের মধ্যে কেবল বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু নিজের কাজটুকু করতে পেরেছেন। বাকিরা ব্যর্থ। যদিও ব্যর্থতার কারণ হিসেবে তরুণদের অন্তর্ভুক্তিকে দায়ী করছেন না মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয় না এমন কিছু। যাদের সুযোগ দেওয়া হয়েছে, তারা দলে আসার দাবি রাখে। চেষ্টা করছি ঠিক কম্বিনেশনটা তৈরি করার। হয়তো কোনও কারণে হয়নি।’

বাংলাদেশের এমন ভড়াডুবির পর ভীত মাহমুদউল্লাহ কণ্ঠ। ভারপ্রাপ্ত অধিনায়কের কণ্ঠে শঙ্কা, দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধান না করলে বাংলাদেশের ক্রিকেটকে সমস্যায় পড়তে হবে, ‘আমাদের ভুলগুলো খুঁজে বের করতে হবে। খুব দ্রুত সেটা করতে হবে। নয়তো আমরা বড় সমস্যায় পড়ে যাব।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে