X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সরে দাঁড়ালেন কেনিয়ার অধিনায়ক, কোচ ও বোর্ড সভাপতি

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৩

আফগানিস্তানের বিপক্ষে কেনিয়ার ম্যাচের একটি মুহূর্ত ওয়ার্ল্ড ক্রিকেট লিগের তৃতীয় বিভাগে নেমে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে কেনিয়ার ক্রিকেট। আঘাতটা আর সইতে পারলেন না দেশটির ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা। ব্যর্থতা দায় স্বীকার করে দলের অধিনায়ক ও কোচের সঙ্গে পদত্যাগ করেছেন বোর্ড সভাপতি।

নামিবিয়ায় ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের টুর্নামেন্ট খেলতে গিয়েছিল কেনিয়া। জয়হীনভাবে দেশে ফেরার পর নিজেদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক রাকিপ প্যাটেল, কোচ থমাস ওডোয়ো ও বোর্ড সভাপতি জ্যাকি জানমোহাম্মদ। নামিবিয়ার প্রতিযোগিতায় ছয় দলের মধ্যে সবার শেষে থাকায় কেনিয়া নেমে গেছে তৃতীয় বিভাগে। ব্যর্থতার এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে আফ্রিকার দেশটির ক্রিকেট যে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২১৮ রানে হেরে প্রতিযোগিতাটির ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড গড়েছে তারা।

ভরাডুবির পর আর নিজের দায়িত্ব থাকতে চাননি ওডোয়ো। কেনিয়ার হয়ে বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার জানিয়েছেন, জীবনের সবচেয়ে কঠিন দিন পার করেছেন তিনি। ‘ডেইলি ন্যাশন’কে সাবেক এই অলরাউন্ডার বলেছেন, ‘নামিবিয়ায় কাটানো এক সপ্তাহে মানসিকভাবে একেবারে দুর্বল হয়ে পড়েছি। এটা কঠিন চাপের, আর আমি চাই না কেউ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাক।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা বাজে পারফরম্যান্সের রেকর্ড গড়েছি।’

২০১২ সালে প্রথম মহিলা হিসেবে কোনও ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব নিয়েছিলেন জানমোহাম্মদ। যদিও আশার আলো তিনি দেখাতে পারেননি কেনিয়ার ক্রিকেটকে। উল্টো রথে হেঁটে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের তৃতীয় বিভাগে নেমে গেছে আফ্রিকার দেশটি। তাই ক্রিকেট প্রধানের চেয়ার ছেড়ে দিলেন তিনি। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!