X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দারুণ বোলিংয়ের পরও মোস্তাফিজের হতাশা

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০২:২৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৩৪

দারুণ বোলিংয়ের পরও মোস্তাফিজের হতাশা দুর্দান্ত বল করলেন মোস্তাফিজুর রহমান, ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে বাংলাদেশি পেসারের শিকার ২ উইকেট। ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দলীয় শুরুটা ভালো হলো না তার। মোস্তাফিজের দল লাহোর কালান্দার্স হার দিয়ে শুরু করেছে টুর্নামেন্ট।

মুলতান সুলতানসের বিপক্ষে লাহোর হেরেছে ৪৩ রানে। কুমার সাঙ্গাকারা (৪৪ বলে ৬৩) ও শোয়েব মালিকের (২৮ বলে ৪৮) ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে মুলতানের ৫ উইকেটে করা ১৭৯ রানের জবাবে লাহোর ১৭.২ ‍ওভারে গুটিয়ে গেছে ১৩৬ রানে।

ব্যাট হাতে লাহোরের শুরুটা দারুণ হলেও সেটা ধরে রাখতে পারেনি। ওপেনিংয়ে ফখর জামানের ব্যাট থেকে আসে ৪৯ রান, আর সুনিল নারিন করেন ২৬ রান। এরপর উমর আকমল ৩১ ও সোহেল আখতার ২১ রান করলেও পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৩৬ রানে গুটিয়ে গেছে লাহোর।

৩টি করে উইকেট পেয়েছেন জুনাইদ খান ও ইমরান তাহির। মোহাম্মদ ইরফান ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ২ উইকেট।

এর আগে মুলতানকে দারুণ শুরু এনে দিয়েছিলেন কুমাার সাঙ্গাকারা ও আহমেদ শেহজাদ। তাদের উদ্বোধনী জুটি কিছুতেই ভাঙতে পারছিল না লাহোরের বোলাররা। অবশেষে লাহোরকে সাফল্য এনে দেন মোস্তাফিজ। বাংলাদেশি পেসার নিজের দ্বিতীয় ওভারে ফেরান শেহজাদকে। দারুণ ব্যাটিংয়ে ব্যক্তিগত সংগ্রহের সঙ্গে দলের রান বাড়িয়ে নেওয়া এই ওপেনারকে আউট করেন তিনি উইকেটরক্ষক উমর আকমলের গ্ল্যাভসবন্দী করে।

ফিল্ড আম্পায়ার অবশ্য শুরুতে আউট দেননি শেহজাদকে। তবে মোস্তাফিজের লেগ স্টাম্পের বাইরের বলটি যে পাকিস্তানি ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে গিয়েছে, সেই বিশ্বাস থেকেই ওঠে জোরালো আবেদন। আম্পায়ার তাতে সাড়া না দিলে রিভিউ নেয় লাহোর, সাফল্যও পায় তারা। মোস্তাফিজের দারুণ ডেলিভারিতে লাহোর পায় প্রথম উইকেট। মাঠ ছাড়ার আগে শেহজাদ খেলে যান ৩৩ বলে ৩৮ রানের ইনিংস।

অন্যপ্রান্তে থাকা সাঙ্গাকারা অবশ্য বাড়িয়ে নিচ্ছিলেন রান। তবে তাকেও প্যাভিলিয়নের পথ দেখান মোস্তাফিজ। ‘কাটার মাস্টার’-এর বলে সাবেক লঙ্কান অধিনায়ক আউট হন ফখর জমানের তালুবন্দী হয়ে। দলীয় সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলা সাঙ্গাকারাকে আউট করে মোস্তাফিজ আরও একবার বোঝাান তার প্রয়োজনীয়তা।

শুধু উইকেট নয়, রান খরচের দিক থেকেও মোস্তাফিজ ছিলেন হিসাবি। ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২২ রান, টি-টোয়েন্টি ক্রিকেটে যা এককথায় অসাধারণ। সেই সঙ্গে নামের পাশে তো যোগ করেছেনই ২ উইকেট। সব মিলিয়ে পিএসএলের চলতি মৌসুমের শুরুটা তার আরও মধুর হতো দল জিতলে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ