X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

১০০ বলের ক্রিকেট চান রুটও

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ২৩:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২৩:৪৩

জো রুট টি-টোয়েন্টির যুগে টেস্ট ও ওয়ানডের ওপর দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলছে- এমনটাই মনে করেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা। এর মধ্যেই আবার ২২ গজের খেলাকে আরও সংক্ষিপ্ত করে আনার পরিকল্পনার কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যাকে বলা হচ্ছে ‘১০০ বলের ক্রিকেট’। নেতিবাচক অনেক মন্তব্যই আসছে এই ঘোষণার পর। তবে ইসিবির নতুন এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট।

২০২০ সাল থেকে ১০০ বলের ম্যাচ আয়োজনের পরিকল্পনা ইসিবির। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ১৫ ওভার হবে প্রচলিত নিয়ম ৬ বলে, তবে শেষ ওভার হবে ১০ বলের। একই সঙ্গে জানানো হয়েছে, নতুন এই ফরম্যাটে থাকবে না কোনও এলবিডাব্লিউ আউট। ব্যাটসম্যানদের ‘বেশি সুবিধা’ দিয়ে দর্শকদের চার-ছক্কায় মোহিত করতে ইসিবির এই পরিকল্পনা। আর তাতে আগেই সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান ও পেসার স্টুয়ার্ট ব্রড। এবার ইসিবি সমর্থন পেল তাদের টেস্ট অধিনায়ক রুটের কাছ থেকেও।

২২ গজের খেলায় নতুন দর্শক যোগ হবে বলে মনে করছেন ইংলিশ এই ব্যাটসম্যান। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘শেফিল্ড স্টার’কে তিনি বলেছেন, ‘সম্পূর্ণ নতুন দর্শকদের ওপর প্রভাব ফেলবে এই ফরম্যাট। আমার মতে, বিষয়টি দুর্দান্ত। আরও অনেক মানুষ ও শিশুরা এই খেলার সঙ্গে যোগ হবে।’

১০০ বলের ক্রিকেটকে সমর্থন জানালেও আয়োজকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রুট। অন্য ফরম্যাটের ওপর যাতে প্রভাব না পড়ে, সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ তার, ‘আমাদের নজর রাখতে হবে যেন অন্য ফরম্যাটের সঙ্গে এটার তুলনা না করা হয়। ফরম্যাটটি নতুন দর্শকদের টেনে আনার ও তাদের আগ্রহ বাড়ানোর জন্য, এখানে যেন অন্য ফরম্যাট ঝুঁকির মধ্যে না পড়ে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে অন্য ফরম্যাট যেন এতে ক্ষতিগ্রস্ত না হয়।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি