X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো কলকাতা

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৮, ২৩:২৯আপডেট : ২৪ মে ২০১৮, ০০:০৯

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কলকাতার আন্দ্রে রাসেল দুর্দান্ত জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স। বুধবার এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়েছে দিনেশ কার্তিকরা। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।

কার্তিকের হাফসেঞ্চুরি ও আন্দ্রে রাসেলের ঝড়ো ৫০ ছুঁই ছুঁই ইনিংসে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে কলকাতা ৭ উইকেটে করে ১৬৯ রান। জবাবে ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি রাজস্থান।

অথচ রাজস্থানের বোলারদের সামনে ধসে পড়েছিল কলকাতার টপ অর্ডার। কৃষ্ণপ্পা গৌতমের ঘূর্ণিতে ১৭ রানে হারায় ২ উইকেট। সুনীল নারিনের (৪) পর এই স্পিনার তুলে নেন রবিন উথাপ্পাকে (৩)। উইকেট সংখ্যা ‘৩’ হতেও সময় নেয়নি, যখন জোফরা আর্চারের বলে ৩ রান করে ফিরে যান নিতিশ রানা।

এই বিপর্যয়ের সময় দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক দিনেশ কার্তিক ও ওপেনার ক্রিস লিন। আশা জাগিয়ে লিন ২২ বলে ১৮ রান করে আউট হলেও কার্তিক আরেকবার দেখান তার ব্যাটিং সামর্থ্য। চমৎকার ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়েন এই উইকেটরক্ষক।

অসাধারণ এক হাফসেঞ্চুরি করে আউট হওয়ার আগে কার্তিক করেন ৫২ রান। ৩৮ বলের ইনিংসটি কলকাতা অধিনায়ক সাজান ৪ বাউন্ডারি ও ২ ছক্কায়। শুবমান গিলও রেখেছেন অবদান, ১৭ বলে এই তরুণ খেলে যান ২৮ রানের ইনিংস।

তবে কলকাতা লড়াই করার মতো পুঁজি পেয়েছে ম্যাচসেরার পুরস্কার জেতা আন্দ্রে রাসেলের ওই ঝড়ো ইনিংসটির কল্যাণে। শেষ দিকে ক্রিজে এসে রাজস্থান বোলারদের ওপর ঝড় তোলেন তিনি। ২৫ বলে খেলেন হার না মানা ৪৯ রানের ইনিংস। ঝড়ো ইনিংসটি ক্যারিবিয়ান অলরাউন্ডার সাজান ৩ চার ও ৫ ছক্কায়।

বোলিংয়ে চমৎকার দিন কাটিয়েছেন গৌতম, ৩ ওভারে ১৫ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। তার সমান দুটি করে উইকেট পেয়েছেন আর্চার ও বেন লাফলিন।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে রাজস্থানের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে তারা পায় ৪৭ রান। রাহুল ত্রিপাথি ২০ রান করে আউট হলেও অধিনায়ক আজিঙ্কা রাহানে ও সঞ্জু স্যামসনের ব্যাটে জয়ের পথ একটু একটু করে তৈরি করতে থাকে রাজস্থান।

রাহানে ৪১ বলে ৪৬ রানে আউট হওয়ার পর হাল ধরেন সঞ্জু। চমৎকার আইপিএল কাটানো স্যামসন এই ম্যাচে তুলে নেন হাফসেঞ্চুরি। কিন্তু কলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আস্কিং রানরেট বাড়তেই থাকে রাজস্থানের। স্যামসনের ৩৮ বলে ৫০ রানের ইনিংসটাও তাই বৃথা যায় পিযুষ চাওলা (২/২৪) ও কুলদীপ যাদবের (১/১৮) চমৎকার বোলিংয়ের সামনে।

উইকেট হাতে রেখেও কাজে লাগাতে পারেনি রাজস্থান। কলকাতার বিপক্ষে হেরে আইপিএল শেষ হয়ে গেছে তাদের। বিপরীতে এই জয়ে ফাইনালের আশা টিকে থাকলো কলকাতার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
মেরিনার ইয়াংসে নতুন গভর্নিং বডি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ