X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ জয়ী প্রত্যেকে পাবেন ১০ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ১৯:৪৯আপডেট : ১১ জুন ২০১৮, ২১:২৭

সোনারগাঁও হোটেলে এশিয়া কাপ জয়ী মেয়েদের সংবর্ধনায় বক্তব্য রাখছেন নাজমুল এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার সন্ধ্যা ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সালমা-রুমানারা। সংবর্ধনা নিতে এক ঘণ্টা পর তারা পৌঁছান সোনারগাঁও হোটেলে। সেখানেই বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। বিজয়ী দলের প্রত্যেকে পাবেন ১০ লাখ টাকা করে।

বিসিবি সভাপতি জানান, পুরো দলের জন্য ২ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। সেই হিসাবে প্রত্যেক খেলোয়াড় পাবে ১০ লাখ টাকা করে। এছাড়া যারা ভালো করেছে তারা পাবে বাড়তি টাকা। পারফরম্যান্সের ভিত্তিতে এই টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া দলের স্পন্সর রবি প্রত্যেক খেলোয়াড়কে একটি করে আইফোন ৬ পুরস্কার দিচ্ছে।





ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দেওয়া বাংলাদেশের মেয়েদের মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে নিয়ে আসে ইউএস বাংলার একটি ফ্লাইট।


শিরোপা জয়ের পরই সালমার দলের জন্য পুরস্কার ঘোষণা করেনি বোর্ড। সংবর্ধনা অনুষ্ঠানেই আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়ে রেখেছিল, বিমানবন্দর থেকে ক্রিকেটাররা সরাসরি চলে যাবেন রাজধানীর সোনারগাঁও হোটেলে। সোমবার বেলা তিনটায় সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হয়েছে বিসিবির সভা। সেখানেই বোর্ড সভাপতি নাজমুল ও পরিচালকরা সংবর্ধনা দেওয়া হচ্ছে এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ও পুরস্কার দেবে সালমাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা থেকে দেশে ফিরলে পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। তিনি আরও জানান, মেয়েদের জন্য আলাদা ক্রিকেট অ্যাকাডেমি গড়ার ব্যাপারেও চিন্তা করছে ক্রীড়া মন্ত্রণালয়।

রবিবার কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভাল মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে সালমার দল ভারতকে তিন উইকেটে হারানোর পর থেকেই সারাদেশে উৎসবের আমেজ। ঈদের আগে এই উপহার পেয়ে উৎফুল্ল দেশের মানুষ। এমন দুর্দান্ত অর্জনে মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

/আরআই /এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড