X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়াকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ১৭:৪৮আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২০:৪১

মালিকের সঙ্গে একশ ছাড়ানো জুটিতে জয়ের ভিত গড়েন ফখর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখা গেল। দারুণ শুরু করেও অস্ট্রেলিয়ার শেষটা হলো বাজে, আর ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় পড়লেও নিজেদের রেকর্ড রান তাড়া করে জিতে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

দুই ওপেনারের ব্যাটে ৯৫ রান করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু আর ৮৮ রান তুলতে ৮ উইকেট হারায় তারা। অন্যদিকে ২ রানে প্রথম ২ উইকেট হারানো পাকিস্তান ৪ বল বাকি থাকতে ছিনিয়ে নিয়েছে ৬ উইকেটের জয়।

টানা নবম টি-টোয়েন্টি সিরিজ জিততে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে ১৮৩ রানে বেধে দেয় পাকিস্তান। তারপর ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান করেছে শীর্ষ র‌্যাংকিংয়ের দলটি। এর আগে ২০১২ সালে বিশ্ব টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৭৫ রান তাড়া করে জিতেছিল পাকিস্তানিরা।

হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চ ও ডি’আর্চি শর্ট দারুণ শুরু এনে দেন। দলের শতরান হওয়ার আগে শাদাব খানের শিকার হন ফিঞ্চ। হাফসেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে আউট হন অসি অধিনায়ক। ২৭ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৭ রানের দারুণ ইনিংস খেলেন এই ওপেনার।

অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেওয়া আরেক ওপেনার শর্ট চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন। ৫৩ বলে ৭ চার ও ৪ ছয়ে ৭৬ রানের সেরা ইনিংস খেলেন তিনি। আর কেবল মার্কাস স্টোইনিস (১২) ও ট্রাভিস হেড (১৯) দুই অঙ্কের ঘরে রান করেন।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ৩ উইকেট নিয়ে সেরা বোলার। দুটি পান শাদাব।

শিরোপা হাতে পাকিস্তান নিজেদের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান প্রথম ৪ বলে দুটি উইকেট হারায়। শাহিবজাদা ফারহান স্ট্যাম্পিং হন রানের খাতা না খুলেই। গ্লেইন ম্যাক্সওয়েলের দ্বিতীয় শিকার হন হুসেইন তালাত, তারও স্কোর ছিল শূন্য।

অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে ৪৫ রানের জুটিতে ওই ধাক্কা সামলান ফখর জামান। সরফরাজ ২৮ রানে আউট হলে এই ওপেনারের দাপুটে ইনিংস ম্যাচ জয়ের ভিত গড়ে দেয়। ৪৬ বলে ১২ চার ও ৩ ছয়ে ৯১ রান করেন ফখর। ১৬তম ওভারের শেষ বলে দলের স্কোরবোর্ড ১৫৪ রান রেখে রিচার্ডসনের শিকার হন তিনি। তার আগে শোয়েব মালিককে নিয়ে ১০৭ রানের দারুণ এক জুটি গড়েন।

ফখর বিদায় নেওয়ার পর মালিক ও আসিফ আলীর ৩৩ রানের অপরাজিত জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। ৩৭ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন মালিক, আসিফ খেলছিলেন ১৭ রানে।

২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পক্ষে সফল বোলার ম্যাক্সওয়েল। সিরিজ ও ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন ফখর। ক্রিকইনফো  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!