X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে সালমাদের উষ্ণ অভ্যর্থনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১৭:২৭আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৭:৩৫

সালমার দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা জিতে নেদারল্যান্ডস থেকে দেশে ফিরেছে বাংলাদেশ। সোমবার এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সালমা-রুমানাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

এ সময় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মেয়েদের এই অর্জন আমাদের গর্বিত করেছে। বাছাই পর্বে মেয়েরা প্রত্যাশা অনুযায়ী ফল পেয়েছে। আশা করি, সামনেও তাদের সাফল্য অব্যাহত থাকবে। বিশ্বকাপের মূল পর্বে আমরা এখনও তেমন সাফল্য পাইনি। আমাদের লক্ষ্য, মূল পর্বে সাফল্য পাওয়া। আমার বিশ্বাস, মেয়েরা ওয়েস্ট ইন্ডিজে ভালো করবে।’

অধিনায়ক সালমা খাতুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘দলীয় প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। আমাদের দলটা এখন ভালো অবস্থানে আছে।  টানা তিনটি প্রতিযোগিতায় সাফল্য পেলেও আমরা থেমে যেতে চাই না, বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিতে চাই। বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত জেতার অভ্যাস গড়তে চাই।’

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের এখন সুদিন। গত মাসে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়, আয়ারল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নেদারল্যান্ডসেও উড়েছে লাল-সবুজ পতাকা। সালমার নেতৃত্বে মেয়েরা সত্যিই সাফল্যের শিখরে।

দেশে ফিরে কয়েক সপ্তাহের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা।  তারপর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ খেলার কথা সালমাদের।

মেয়েদের ২০ ওভার ক্রিকেটের বিশ্বকাপ হবে ৯ থেকে ২৪ নভেম্বর, ওয়েস্ট ইন্ডিজে। র‌্যাংকিংয়ের সেরা আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাছাই পর্বের চ্যাম্পিয়ন-রানার্স আপ বাংলাদেশ ও আয়ারল্যান্ড। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী