X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে ৫ উইকেট পেয়েও নির্বিকার পান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ২২:০৩আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২২:০৬

বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ রানে ৫ উইকেট নিয়েছেন পান্না ঘোষ জাহানারা আলমের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন পান্না ঘোষ। তবে ব্যক্তিগত সাফল্য নিয়ে তিনি উচ্ছ্বসিত নন। বরং বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের শিরোপা  জয়ে অবদান রাখতে পেরে খুশি এই ডানহাতি পেসার।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ জয়। এরপর বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা। এক মাসের ব্যবধানে তিন-তিনটি সাফল্যের রহস্য কী? পান্না জানালেন, ‘ব্যাটিংয়ে উন্নতির কারণে দল ভালো করছে। তবে ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। সামনে বড় বড় দলের বিপক্ষে সাফল্যের জন্য ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে আমাদের।’ নতুন কোচ অঞ্জু জেইনের প্রশংসা করে তিনি বললেন, ‘নতুন কোচের কথা বলার ভঙ্গি অনেক সুন্দর। তিনি সব সময় আমাদের উৎসাহিত করেন, অনুপ্রেরণা দেন।’

গত শনিবার বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ রানে ৫ উইকেট শিকার প্রসঙ্গে পান্না অবশ্য বেশ নির্বিকার, ‘পাঁচ উইকেট পাওয়ার জন্য তো আমরা বোলিং করি না। মূল ব্যাপার হচ্ছে দলের জয়, এটাই সবচেয়ে বড় কথা।’  

ক্যারিয়ারের শুরুতে সাফল্য না পেলে পরিবারের সদস্যরা নাকি লজ্জা দিতেন পান্নাকে। তবে তাদের অনুপ্রেরণার কথা জানাতেও ভুললেন না তিনি, ‘মা আর বোনরা সব সময় ভালো খেলার জন্য উৎসাহ দিত আমাকে। খারাপ পারফর্ম করলে লজ্জা দিতেও ছাড়তো না। অনেক দিন ধরে খেলছি, তবে এত ভালো ফল কখনও পাইনি। আমার উপস্থিতিতে দল ভালো করছে বলে খুব ভালো লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’

রাজশাহী থেকে উঠে আসা পান্না জানালেন তার ক্রিকেটার হয়ে ওঠার গল্প, ‘ছোটবেলা থেকেই ক্রিকেট খেলি। ভাইদের সঙ্গে পাড়ায় খেলে ক্রিকেটে হাতেখড়ি। তখন অবশ্য মেয়েদের ক্রিকেট বলতে তেমন কিছু ছিল না। আমি ছেলেদের সঙ্গেই অনুশীলন করতাম। রাজশাহীর কোচ মিলন ভাইয়ের কাছ থেকে ক্রিকেটের খুঁটিনাটি সব কিছু শিখেছি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?