X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

২৮০ রানের লক্ষ্য দিয়ে উইন্ডিজকে আটকাতে মাঠে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ০০:২৬আপডেট : ২৩ জুলাই ২০১৮, ০০:৩০

২৮০ রানের লক্ষ্য দিয়ে উইন্ডিজকে আটকাতে মাঠে বাংলাদেশ তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দুর্দান্ত জুটিতে ২৭৯ রান করা বাংলাদেশ বল হাতেও দারুণ শুরু করেছে। মাশরাফি মুর্তজা ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত ৪ ওভারে ১৩ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইস।

তার আগে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতে হোঁচট খেলেও পাল্লা দিয়ে রান তুলেছেন সাকিব-তামিম। একবার সাকিব এগিয়ে যান তো, পরক্ষণেই তামিম যান এগিয়ে। সেঞ্চুরি কে আগে পাবেন, সেটা নিয়েও চলেছে ‘প্রতিযোগিতা’। কিন্তু সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেননি সাকিব। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে দেবেন্দ্র বিশুর বলে ‘বিগ’ শট খেলতে গিয়ে শিমরন হেটমায়ারের হাতে ধরা পড়েন তিনি।

তার আগে তামিমের সঙ্গে গড়ে যান ২০৭ রানের জুটি। তাদের এই জুটিটাই বাংলাদেশকে এনে দেয় বড় সংগ্রহের ভিত। সাকিব সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়লেও তামিম করেছেন শতকের উদযাপন। চমৎকার ব্যাটিংয়ে বাংলাদেশি ওপেনার পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ওপেনিংয়ে নেমে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ১৩০ রান করে। ১৬০ বলের ইনিংসটি তিনি সাজান ১০ চার ও ৩ ছক্কায়।

গত বছরের জুনে সবশেষ সাকিব দেখেছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগ্যারের দেখা। এরপর বারকয়েক সম্ভাবনা জাগালেও ওয়ানডেতে আর সেঞ্চুরি পাওয়া হয়নি সাকিব আল হাসানের। সেই আক্ষেপ দূর করার সুযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৈরি হলেও ভাগ্য সহায় হয়নি তার। তবে সুযোগ নষ্ট করেননি তামিম।

সাকিবের আউটের পরই ফিরে যান সাব্বির রহমান (৩)। তবে বাংলাদেশের স্কোর ২৭৯ পর্যন্ত যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলে যান ঝড়ো ৩০ রানের ইনিংস। আন্দ্রে রাসেলের বলে আউট হন তিনি। আর তামিমের সঙ্গে ইনিংস শেষ করেন মাহমুদউল্লাহ ৪ রানে অপরাজিত থেকে।

এর আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ব্যাট হাতে ইনিংস শুরু করেন তামিম ও এনামুল। প্রথম ওভারে আন্দ্রে রাসেলের বলে ১ রান করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট হন এনামুল। জেসন হোল্ডারের বলে অ্যাশলে নার্সকে স্লিপে ক্যাচ দেন এই ওপেনার। ৩ বল খেলে কোনও রান করতে পারেননি তিনি। তারপর দেখেশুনে খেলতে থাকেন তামিম ও সাকিব আল হাসান। যদিও ৪.৪ ওভারে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়, অবশ্য কিছু সময় পরই শুরু হয় ম্যাচ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল