X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘সিরিজ জিততে আরও ভালো খেলতে হবে বাংলাদেশকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৮, ১৮:৪৩আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৮:৪৬

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একটি সাফল্যের মুহূর্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ভালো কাটেনি বাংলাদেশের, আত্মসমর্পণ করেছে দুই ম্যাচেই। তবে ওয়ানডে সিরিজ শুরু হতেই লাল-সবুজ দলের আত্মবিশ্বাসী চেহারা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের উড়িয়ে বাংলাদেশ পেয়েছে ৪৮ রানের সহজ জয়। আগামী বুধবার একই মাঠে পরের ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত। অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন অবশ্য মনে করেন, সিরিজ জিততে অনেক ঘাম ঝরাতে হবে মাশরাফি-তামিমদের।

সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সিরিজ জেতার কথা চিন্তা করে মাঠে নামা ঠিক হবে না। এটাকে সাধারণ ম্যাচ হিসেবেই দেখতে হবে। যে কোনও সিরিজে প্রথম ম্যাচে বিজয়ী দল মানসিকভাবে অনেক এগিয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশের সাফল্যের সম্ভাবনা যথেষ্ট। তবে মনে রাখতে হবে, ওয়েস্ট ইন্ডিজ অনেক ভালো দল। পরের ম্যাচ জিততে হলে আমাদের আরও উন্নতি করতে হবে. প্রথম ম্যাচের চেয়েও ভালো খেলতে হবে।’

টেস্ট সিরিজে ব্যর্থতার পর এই জয় স্বস্তি এনে দিয়েছে হাবিবুলের মনে, ‘অবশ্যই এটা স্বস্তির জয়। টেস্ট সিরিজটা আমাদের ভালো যায়নি। আমি খুব খুশি। কারণ, যে ফরম্যাটে আমরা ভালো খেলি, সেই ফরম্যাটে আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে যত বেশি সম্ভব ওয়ানডে জয়ের বিকল্প নেই।’

সাকিব-তামিমের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বললেন, ‘পরিস্থিতির সঙ্গে মানিয়ে সাকিব-তামিম ব্যাটিং করেছে।  ওরা শুরুতেই মারতে গেলে আউট হয়ে যেতো। এরপর নতুন ব্যাটসম্যান এসে হয়তো মারতে পারতো না। সাকিব-তামিম দুজনই স্ট্রোক খেলতে পছন্দ করে। আমি খুশি, কারণ তারা কেউই অযথা মারতে গিয়ে আউট হয়নি। এই উইকেটে শুরুতে রান না হলেও শেষ দিকে রান করা সহজ। সাকিব-তামিম ৪০ ওভার পর্যন্ত টিকতে না পারলে এত রান হতো না। পরিস্থিতি অনুযায়ী খেলতে পারাই প্রথম ওয়ানডে থেকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

বোলারদের পারফরম্যান্সেও সন্তুষ্ট বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল, ‘কন্ডিশন অনুযায়ী আমরা ভালো বল করেছি। গায়ানার কন্ডিশন আমাদের সঙ্গে কীভাবে যেন মানিয়ে গেছে। ২০০৭ সালেও আমরা ওখানে জিতেছি। কাল বোলাররা কন্ডিশন খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছে।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু