X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফ্রান্স ক্রিকেট দলে ব্রাহ্মণবাড়িয়ার জুবাইদ

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ আগস্ট ২০১৮, ১৮:৩৩আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২০:০৭

জার্সি পেলেন জুবাইদ ভালো খেলার পুরস্কার হিসেবে পেয়েছিলেন ফ্রান্সের নাগরিকত্ব, আর এবার দেশটির জাতীয় ক্রিকেট দলের দরজাও খুলে গেল তার! ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া জুবাইদ আহমেদ এখন ফ্রান্স জাতীয় দলের ক্রিকেটার। বাংলাদেশে জন্ম নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে ইউরোপের কোনও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন তিনি।  

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু হচ্ছে ২৯ আগস্ট থেকে। মূল আসরে খেলতে লড়বে ফ্রান্সও। আর এই প্রতিযোগিতাকে সামনে রেখে ঘোষিত ফ্রান্সের স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলাদেশে জন্ম নেওয়া জুবাইদ।

টপ অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে তার মিডিয়াম পেসও বেশ কার্যকর। বাংলা ট্রিবিউনকে জুবাইদ বলেছেন, ‘ফ্রান্সের জাতীয় লিগে খেলার পথ ধরে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছি। আমার পরিবার-আত্মীয়, বন্ধু ও দেশের মানুষের কাছে আমি দোয়া চাই।’

জুবাইদ আহমেদ বাংলাদেশে জুবাইদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাখাচং গ্রামে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল তার। সেই সূত্রেই ফ্রান্সে পাড়ি জমানোর পর ক্রিকেটের সঙ্গে গভীরভাবে তার জড়িয়ে যাওয়া। জুবাইদ জানিয়েছেন, ২০১১ সালের সেপ্টেম্বরে পাড়ি জমান তিনি ফ্রান্সে। বছর দুয়েক পর ২০১৩ সাল থেকে ফ্রান্সের ঘরোয়া ক্রিকেট লিগের ক্লাব উসকার হয়ে খেলা শুরু করেন তিনি।

ফ্রান্স জাতীয় দলের দরজাটা ঠিক কীভাবে খুললো, বাংলা ট্রিবিউনকে সেই গল্পটা শুনিয়েছেন জুবাইদ। জানিয়েছেন, ২০১৪ সালে ফ্রান্সের ঘরোয়া লিগ খেলার সময় তাকে দেখে কথা বলেন তখনকার ফ্রান্স ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আসিফ জহির। জহির তাকে বলেছিলেন, ফ্রান্সের জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে তার।

কিন্তু জাতীয় দলে খেলতে হলে তো নাগরিকত্ব দরকার, যেটা ছিল না জুবাইদের। তাই নাগরিকত্ব নেই জেনে ক্রিকেট বোর্ড ও ফ্রান্সের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে নাগরিকত্ব দেওয়ার দুটো সুপারিশপত্র পাঠানো হয়। এরপর ২০১৫ সালে আবেদন করে ২০১৬ সালে জুবাইদ পান ফ্রান্সের নাগরিকত্ব।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ