X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সূচি অদল-বদলে বিরক্ত মাশরাফি

রবিউল ইসলাম, দুবাই থেকে
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২০

সূচি অদল-বদলে বিরক্ত মাশরাফি গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার আগেই সুপার ফোরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ( এসিসি)। মূলত ‘বিশেষ’ একটি দলকে সুবিধা দিতে এমন সিদ্ধান্ত।

বুধবার ভারত-পাকিস্তান এবং বৃহস্পতিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফল অনুযায়ী সূচি হওয়ার কথা ছিল। কিন্তু ভারত ‘বেসক্যাম্প’ দুবাই ছেড়ে আবুধাবিতে খেলতে রাজি নয়। তাই সূচিতে ওলট-পালট হয়েছে, আফগানদের মুখোমুখি হওয়ার আগেই বাংলাদেশকে ধরা হচ্ছে ‘বি’ গ্রুপ রানার্স-আপ! অন্যদিকে পাকিস্তানের কাছে হারলেও ‘এ’ গ্রুপে ভারতকে ধরা হবে চ্যাম্পিয়ন।

এশিয়া কাপের মাঝপথে এমন উদ্ভট সিদ্ধান্তে মাশরাফি মুর্তজা বিরক্ত। আফগানদের মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে সুপার ফোরের সূচি নিয়ে সবচেয়ে বেশি কথা বলতে হলো বাংলাদেশ অধিনায়ককে। তার কথা, “এভাবে সূচি বদল অবশ্যই হতাশাজনক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে খেলতে নেমেছিলাম আমরা। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপার ফোরে ‘এ’ গ্রুপ রানার্স-আপ দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলবো। কিন্তু আজ সকালে জানতে পারলাম আফগানিস্তানের বিপক্ষে জিতলেও ‘বি ২’ বাংলাদেশ।”

মাশরাফির পরের মন্তব্যে ফুটে উঠলো ক্ষোভ, ‘পাগলও তো এভাবে সূচি বদল মেনে নেবে না। একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই আমরা কিনা গ্রুপ রানার্স-আপ! তাহলে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন শুধুই নিয়ম রক্ষার ম্যাচ! অবশ্যই আন্তর্জাতিক ম্যাচের মূল্য আছে। গ্রুপ ম্যাচ বলেন বা যা-ই বলেন, একটা নিয়ম থাকে টুর্নামেন্টের। কিন্তু আমরা নিয়মের বাইরে চলে যাচ্ছি, আর এটাই হতাশাজনক।’

এভাবে সূচির ওলট-পালটে ভীষণ সমস্যা হবে বলেই মাশরাফির ধারণা, ‘গ্রুপ পর্ব শেষে মূল লড়াই যখন শুরু হবে, তখনই আমরা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলবো। তা-ও আবার এই তীব্র গরমে। আমাদের তো ২২ জন ক্রিকেটার নেই যে কাল (বৃহস্পতিবার) মূল ১১ জনকে বিশ্রাম দিয়ে অন্য ১১ জনকে খেলাবো।’

আরও পড়ুন....

ভারতকে খুশি করতে সূচিতে ওলট-পালট!

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে
ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
হৃদয়ের বিশ্বাস, এক ইনিংস ভালো করলেই ফর্মে ফিরবেন লিটন
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা