X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এক ম্যাচ আগেই ইংল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ১৮:৫১আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৮:৫৫

মরগান ও রুটের জুটিতে জয় পেয়েছে ইংল্যান্ড বৃষ্টি পিছু ছাড়ছে না শ্রীলঙ্কা-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে। তাতে আবারও কপাল খুলল ইংল্যান্ডের। ১৮ রানে জিতেছে সিরিজের চতুর্থ ম্যাচ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আরেকটি জয়ে ৩-০ তে সিরিজ নিশ্চিত করল তারা।

ক্যান্ডিতে শনিবার টস জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। ৭ উইকেটে শ্রীলঙ্কাকে ২৭৩ রানে আটকে দেয় তারা। তারপর তাদের ইনিংসের মাঝামাঝি সময়ে নামে বৃষ্টি, আর থামেনি। ততক্ষণে বৃষ্টি আইনে জেতার মতো রান করেছে ইংলিশরা এউইন মরগানের ব্যাটে। ২৭ ওভারে ২ উইকেটে ১৩২ রান ছিল তাদের। সফরকারীরা জেতে ১৮ রানে।

নিরোশান ডিকবেলা ও দাসুন শানাকার ফিফটিতে লড়াই করার মতো সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর ডিকবেলা ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক দিনেশ চান্ডিমালকে নিয়ে। ১৩ রানের ব্যবধানে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। ৫২ রানে আউট হন ডিকবেলা, ৩৩ রান করেন চান্ডিমাল।

এই বিপদ থেকে দলকে টেনে তোলেন শানাকা। থিসারা পেরেরার সঙ্গে ৫৮ রানের জুটি গড়ার পথে হাফসেঞ্চুরি করেন তিনি। ৬৬ বলে ৪টি চার ও ৫ ছয়ে ৬৬ রান করেন শানাকা। তার আউটের পর আকিলা ধনঞ্জয়ার সঙ্গে ৫৬ রানের আরেকটি শক্ত জুটি গড়েন থিসারা। ইনিংসের এক বল বাকি থাকতে ৪৪ রানে আউট হন তিনি।

লাসিথ মালিঙ্গা শেষ বলে বাউন্ডারি মারেন। আকিলা অপরাজিত ছিলেন ৩২ রানে।

ইংল্যান্ডের পক্ষে মঈন আলী সবচেয়ে বেশি ২ উইকেট নেন।

লক্ষ্যে নেমে অ্যালেক্স হেলস ও জেসন রয়ের ৫২ রানের জুটিতে দারুণ শুরু করে ইংল্যান্ড। ২৪ রানের ব্যবধানে দুজনে বিদায় নিলে মরগান ও জো রুট হাল ধরেন। জেসন ৪৫ রান করে আউট হন।

বৃষ্টি মাথায় রেখে রানের গতি বাড়ান মরগান ও রুট। ৩৪ বলে ৩১ রানে টিকে ছিলেন মরগান। ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। ৩২ রানে অপরাজিত ছিলেন রুট। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো