X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বড় স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ২২:৫৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১০:৩২

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ৯ নভেম্বর শুরু হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজে প্রতিযোগিতাটি শুরু হতে বেশ কয়েকদিন বাকি থাকলেও বাংলাদেশ দল আগেভাগেই যাত্রা করছে সেখানে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ক্যারিবিয়ান অঞ্চলের উদ্দেশে রওনা হবে সালমা খাতুনরা।

টি-টোয়েন্টির বিশ্ব আসর শুরুর এত আগে যাওয়ার সবচেয়ে বড় উদ্দেশ্য কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হওয়া সংবাদ সম্মেলনে সেই কথাটাই জানিয়েছেন অধিনায়ক সালমা। একই সঙ্গে তার মতো কোচ অঞ্জু জেইন ও ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিমের কণ্ঠেও ফুটে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের প্রতিযোগিতায় ভালো করার প্রত্যয়।

নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সালমা, ‘(ওয়েস্ট ইন্ডিজে) যাওয়ার আগে আমরা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলছি, ছেলেদের সঙ্গে। দুটো হয়ে গেছে, আজ (সোমবার) হচ্ছে তৃতীয় ম্যাচ। দুটো ম্যাচে আমরা হারলেও মেয়েরা অনেক ভালো পারফর্ম করেছে। বিশ্বকাপে এই ধারা ধরে রাখতে পারলে আমরা আরও ভালো করব।’

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই ব্যাপারে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের বক্তব্য, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আমরা ১০-১২ দিন আগে যাচ্ছি। ওদের কন্ডিশন, আবহাওয়া ও উইকেট- আমাদের সবই অজানা। আমরা যেহেতু আগে যাচ্ছি, তাই আশা করছি সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে ভালো করব।’ তাছাড়া বাংলাদেশকে যে এখন বিশ্বের অন্য দলগুলোও সমীহ করতে শুরু করেছে কথার এক ফাঁকে সেটাও মনিয়ে করিয়ে দিয়েছেন সালমা।

তাই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো না করলেও হতাশ নন কোচ অঞ্জু জেইন। বিশ্বকাপ প্রস্তুতিতে সন্তুষ্টিই ঝরল ভারতীয় কোচের মুখে, ‘সবাই এই মুহূর্তে দারুণ আত্মবিশ্বাসী। আমি আশা করি এই বিশ্বকাপটি আমাদের জন্য দারুণ হতে যাচ্ছে। আপনি বলতে পারেন এটা আমাদের জন্য ভালো শিক্ষা (পাকিস্তানের বিপক্ষে ভালো না করা)। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেয়েরা এই মুহূর্তে আত্মবিশ্বাসী। এটাই সবচেয়ে বেশি দরকার।’

এশিয়া কাপ জেতার পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে বাংলাদেশের মেয়েদের। সেই আত্মবিশ্বাস সঙ্গী নিয়ে মেয়েদের লক্ষ্য ঠিক কী থাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপে? স্পষ্ট কিছু না বললেও দলের ম্যানেজার ফাহিমের স্বপ্নের পরিধি বেশ বড়ই, ‘বিশ্বকাপের প্রতিটি দল সম্পর্কে আমরা জানি, সেখানে কঠিন লড়াই হবে। আবার আমরা দুটো ম্যাচ জিততে পারলে সেমিফাইনালেও যাব। তাই প্রতিটি ম্যাচে যদি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারি, সেটাই হবে সবচেয়ে বড়। গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বকে জানিয়ে দেওয়া যে আমরা এই লেভেলের ক্রিকেট খেলতে পারি।’

ওয়েস্ট ইন্ডিজের উইকেট পেস বোলারদের স্বর্গভূমি। যদিও বাংলাদেশের বেশিরভাগ সাফল্য এসেছে স্পিনারদের হাত ধরে। এরপরও বোলারদের নিয়ে আশাবাদী ফাহিম, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা দেখেছি স্পিনারদের ভূমিকা। এরপর আয়ারল্যান্ডেও দেখেছি। ওইসব কন্ডিশন আমাদের মত না, কিন্তু মেয়েরা সেখানে অনেক ভালো করেছে। তাই আমার মনে হয় না যে ওয়েস্ট ইন্ডিজে ওরা এটা করতে পারবে না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়