X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অধিনায়ক রুবেলের অভিষেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ২২:৩১আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২২:৩১

টসের পর অধিনায়ক রুবেল ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রুবেল হোসেনের। ঘরোয়া ক্রিকেটে অভিষেক তারও বছর দুয়েক আগে। কিন্তু এত দিনেও কোনও দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি। অবশেষে ‘অধিনায়ক’ রুবেলের আক্ষেপ ঘুচলো। জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব তাঁর কাঁধে। দায়িত্বটা পেয়ে এই ডানহাতি পেসার রোমাঞ্চিত।

সোমবার ম্যাচের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে। মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস করতে পেরে রুবেল উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘প্রথম বারের মতো অধিনায়কত্ব করছি। এটা আমার জন্য বিশাল ব্যাপার। দলকে নেতৃত্ব দেওয়ার অনুভূতি অসাধারণ।’

অধিনায়ক রুবেল বল হাতেও সাফল্য পেয়েছেন শুরুতে। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠিয়ে নিজের তৃতীয় ওভারেই ফিরিয়ে দিয়েছেন ব্রায়ান চারিকে। দ্বিতীয় দিনেও বৃষ্টি হানা দিয়েছে চট্টগ্রামে। তাই সারা দিনে মাত্র ৯ ওভার খেলা হয়েছে। তবে অল্প সময় মাঠে থাকলেও  অধিনায়কত্ব দারুণ উপভোগ করেছেন রুবেল, ‘আজকে বেশিক্ষণ খেলা হয়নি। তবে যতক্ষণ মাঠে ছিলাম, সময়টা উপভোগ করেছি, দলকে নিয়ন্ত্রণ করেছি।’

নতুন দায়িত্বের ছবি নিজের ফেসবুক পেজে দিয়েছেন রুবেল। যে ছবি দেখে অনেকেই তাকে ‘ভবিষ্যত অধিনায়ক’ উল্লেখ করে মন্তব্য করছেন। যা নিয়ে রুবেল কিছুটা বিব্রত, ‘আমি মজা করে ফেসবুকে ছবি আপলোড করেছি। এটা তেমন কোনও ব্যাপার না। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। এমন না যে আমি ভবিষ্যতে অধিনায়ক হয়ে যাবো। সেটা আমি ভাবছিও না।’

রুবেল এখন তাকিয়ে বুধবারের আকাশের দিকে, ‘চট্টগ্রামে আবহাওয়া ধীরে-ধীরে ভালো  হচ্ছে। আগামীকাল খেলা হওয়ার চান্স আছে। পুরো দিন খেলতে পারলে খুব ভালো লাগবে, বুঝতে পারবো অধিনায়কত্ব কেমন করছি। আমার অভিজ্ঞতাও হবে। ঘরোয়া ক্রিকেটে কখনও কোনও দলের অধিনায়ক হলে এই অভিজ্ঞতা কাজে লাগবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস
বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?