X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বোল্টের হ্যাটট্রিকে পাকিস্তানকে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৮, ০২:১৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ০২:৩১

ট্রেন্ট বোল্টের হ্যাটট্রিকের আনন্দ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করলো নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্টের হ্যাটট্রিকে বুধবার কিউইরা পেয়েছে ৪৭ রানের জয়। আবুধাবির প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে সফরকারীরা ৯ উইকেটে করে ২৬৬ রান। জবাবে ২১৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

ব্যাট হাতে রস টেলর ৮০ রানের ইনিংস খেলে লড়াই করার মতো স্কোর এনে দেন সফরকারীদের। পরে বল হাতে জ্বলে ওঠেন কিউই বোলাররা। যেখানে সবচেয়ে বেশি অবদান বোল্টের, নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন এই পেসার। ম্যাচসেরার পুরস্কার জেতা বোল্ট ৫৪ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট।

২৬৭ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দেন বোল্ট। শুরুতেই হ্যাটট্রিক পূরণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের কাছে নিয়ে আসেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ফখর জামানকে বোল্ড করে শুরু করে তিনি হ্যাটট্রিক যাত্রা। পরের বলে বাবর আজমকে স্লিপে ক্যাচ বানান রস টেলরের হাতে। এরপর চতুর্থ বলে মোহাম্মদ হাফিজকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে পূরণ করেন হ্যাটট্রিক।

ভেঙে পড়া পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল সরফরাজ আহমেদ (৬৪) ও ইমাদ ওয়াসিমের (৫০) ব্যাটে। তবে বোল্টের সঙ্গে লুকে ফার্গুসন (৩/৩৬) ও কলিন ডি গ্র্যান্ডহোমের (২/৪০) চমৎকার বোলিংয়ের সামনে ৪৭.২ ‍ওভারে পাকিস্তান গুটিয়ে যায় ১২৯ রানে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়েছিল নিউজিল্যান্ডও। শুরুতেই তারা হারায় জর্জ ওয়ার্কারের (১) উইকেট। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হন কলিন মুনরো (২৯) ও কেন উইলিয়ামসন (২৭)। তবে রস টেলরের ৮০ ও টম ল্যাথামের ৬৮ রানে ভর দিয়ে ২৬৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!