X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

লোকেশ-পূজারার ব্যাটে ভারতের বড় লিডের ভিত

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৪২

চেতেশ্বর পূজারা অপরাজিত ৪০ রানে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দিশেহারা ভারত রক্ষা পায় চেতেশ্বর পূজারার ব্যাটে। দ্বিতীয় ইনিংসেও দাঁড়িয়ে গেছেন এই ব্যাটসম্যান। তার সঙ্গে লোকেশ রাহুলের কার্যকরী ইনিংসে অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১৫১। তাতে ১৬৬ রানে এগিয়ে সুবিধাজনক জায়গায় ভারত।

প্রথম ইনিংসে ২৫০ রানে অলআউট হয় ভারত। এরপরও অস্ট্রেলিয়াকে লিড পেতে দেয়নি তারা। চমৎকার বোলিংয়ে স্বাগতিকদের ২৩৫ রানে গুটিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু পেয়েছে তারা। লোকেশ-পূজারার সঙ্গে রানে ফেরার ইঙ্গিত মিলেছে অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে।

তৃতীয় দিন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংস দিয়ে। আগের দিনের ৭ উইকেটে ১৯১ রান নিয়ে শুরু করে অস্ট্রেলিয়া যোগ করতে পারে ৪৪ রান। ৬১ রান নিয়ে দিন শুরু করা ট্রেভিস হেড আউট হন ইনিংস সর্বোচ্চ ৭২ রান করে।

মোহাম্মদ সামির বলে তার আউটের আগে অস্ট্রেলিয়া দিনের প্রথম উইকেট হিসেবে হারায় প্যাট কামিন্সকে (১০)। তাকে ফেরানো জসপ্রিৎ বুমরাহর বলেই প্যাভিলিয়নে ফেরেন মিচেল স্টার্ক (১৫)। অপরাজিত থাকা নাথান লিওনের ব্যাট থেকে আসে অপরাজিত ২৪ রান।

বুমরাহ ৪৭ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। রবিচন্দ্রন অশ্বিনও ৩ উইকটে নিয়েছেন ৫৭ রান খরচায়। আর দুটি করে উইকেট শিকার ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামির।

১৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামা ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লোকেশ ও মুরালি বিজয়। উদ্বোধনী জুটিতে তাদের কাছ থেকে সফরকারীরা পায় ৬৩ রান। মিচেল স্টার্কের বলে বিজয়ের (১৮) আউটে ভারত হারায় প্রথম উইকেট।

শুরু থেকেই ছন্দময় ব্যাটিং করা লোকেশ হাঁটছিলেন হাফসেঞ্চুরির পথে। কিন্তু জস হ্যাজেলউডের বাইরের বল খেলতে গিয়ে ধরা পড়েন তিনি উইকেটরক্ষক টিম পেইনের গ্ল্যাভসে। আউট হওয়ার আগে ৬৭ বলে ৩ চার ও এক ছক্কায় খেলে যান ৪৪ রানের কার্যকরী ইনিংস।

অন্যপ্রান্তে দাঁড়িয়ে যান পূজারা। অধিনায়ক কোহলির সঙ্গে জুটি বেঁধে দলীয় স্কোর বাড়িয়ে নেন তিনি। ধৈর্যের পরীক্ষা দিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়া কোহলি ৩৪ রানে আউট হয়ে যান লিওনের বলে। ১০৪ বলের ইনিংসে মেরেছেন ৩ বাউন্ডারি।

পূজারা অবশ্য দিনের খেলা শেষ করেই ফিরেছেন প্যাভিলিয়নে। ১২৭ বলে তিনি অপরাজিত ৪০ রানে। তার সঙ্গে চতুর্থ দিনের খেলা শুরু করবেন ১ রানে অপরাজিত থাকা আজিঙ্কা রাহানে।

অস্ট্রেলিয়ান দুই পেসার স্টার্ক ও হ্যাজেলউডের মতো একটি উইকেট পেয়েছেন স্পিনার লিওন। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী