X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সুপার ওভারে খুলনার হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৮:১৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৯:২৩

ফ্রাইলিঙ্কের রান আউটে ম্যাচ গড়ায় সুপার ওভারে তীরে গিয়ে তরী ডুবলো খুলনা টাইটানসের। নিশ্চিত জিততে যাওয়া ম্যাচ হাত ফসকে সুপার ওভারে গেলে সেখানেও ভাগ্য সহায় হলো না তাদের। রবি ফ্রাইলিঙ্কের দুর্দান্ত পারফরম্যান্সে সুপার ওভারে চিটাগং ভাইকিংস পেয়েছে রোমাঞ্চকর জয়। বিপরীতে টানা চতুর্থ ম্যাচ হারলো খুলনা।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২০ ওভারে খুলনার ৬ উইকেটে করা ১৫১ রানের জবাবে ভাইকিংস নির্ধারিত ওভারে ৮ উইকেটে করে একই স্কোর। টাই হওয়ায় ফল নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় সুপার ওভারে। বিপিএল ইতিহাসের প্রথম টাই ম্যাচের সুপার ওভারে প্রথমে ব্যাটিংয়ে নামা ভাইকিংস করে ১১ রান। জবাবে খুলনা ২ উইকেটে ৯ রানের বেশি করতে পারেনি।

শনিবার দিনের প্রথম খেলার সবটুকু আলো পড়েছে রবি ফ্রাইলিঙ্কের ওপর। হারতে যাওয়া ম্যাচে উত্তেজনা ফেরানো, আবার তার ভুলেই শেষ বলে ভাইকিংসের ১ রান নিতে না পারা এবং সবশেষে তার দুর্দান্ত বোলিংয়ে মুশফিকদের সুপার ওভার জয়। ভাইকিংসের এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার নিশ্চিত হারতে বসা ম্যাচকে নিয়ে যান সুপার ওভারে। জয়ের জন্য শেষ ওভারে ভাইকিংসের দরকার ছিল ১৯ রান। ফ্রাইলিঙ্কের চমৎকার ব্যাটিংয়ে জিততে না পারলেও টাই করে তারা।  ১৩ বলে ২৩ রান করে শেষ বলে রান আউট হন তিনি।

জয় নিশ্চিত হওয়ার পর ফ্রাইলিঙ্কের সঙ্গে মুশফিকের উদযাপন সুপার ওভারে গড়ানো ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নামে ভাইকিংস। খুলনা পেসার জুনায়েদ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক ওভারে মুশফিকুর রহিমরা করতে পারে ১১ রান। এই লক্ষ্যটাই কঠিন করে তোলেন ফ্রাইলিঙ্ক। চমৎকার বোলিংয়ে খুলনাকে তিনি করতে দেন ৯ রান।

তার আগে ১৫২ রানের লক্ষ্যে নেমে ইয়াসির আলীর ৩৪ বলে ৪১ রান এবং এক চার ও দুটি ছয়ে সাজানো মুশফিকের ২৬ বলে ৩৪ রানের ইনিংস লড়াইয়ে রাখে ভাইকিংসকে। তারপরই ফ্রাইলিঙ্কের ঝলক। তার অলরাউন্ড নৈপুণ্যে খুলনা থাকলো হারের বৃত্তে।

সুপার ওভারে ব্যর্থ হওয়া খুলনা টানা চার ম্যাচ হারলো। চলতি বিপিএলে তাই জয়হীনভাবেই থাকতে হলো মাহমুদউল্লাহদের। রংপুর রাইডার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর দলটি হেরেছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের বিপক্ষে। আর শনিবার ভাইকিংসের বিপক্ষে হেরে জয়হীনভাবেই ঢাকার প্রথম পর্ব শেষ করলো তারা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী