X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সাব্বিরের জন্য খারাপ লাগছে তাসকিনের

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৯ জানুয়ারি ২০১৯, ২১:৫৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৫৩

সাব্বির (বাঁয়ে) আর তাসকিনের দুর্দান্ত পারফরম্যান্সও সিলেট সিক্সার্সকে জয় এনে দিতে পারেনি অনেক দিন পর জ্বলে উঠে ৫১ বলে ৮৫ রান করলেন সাব্বির রহমান। কিন্তু সাব্বিরের ঝড়ো ইনিংসে ১৯৪ রান করেও জিততে পারেনি সিলেট সিক্সার্স। তাসকিন আহমেদ ৪ উইকেট শিকার করলেও সিলেটকে হারিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। ম্যাচ শেষে তাসকিন জানালেন, দুর্দান্ত ইনিংস খেলা সাব্বিরের জন্য ভীষণ খারাপ লাগছে তার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তাসকিন বললেন, ‘ম্যাচটা হেরে আমার খুব খারাপ লাগছে। আজ জিতলে সাব্বির হয়তো ম্যাচসেরা হতো। ওর জন্য হলেও আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল।’

বিপিএলের আগে ছন্দে ছিলেন না তাসকিন। তবে সিলেটের কোচ ওয়াকার ইউনিসের তত্ত্বাবধানে দারুণ ফর্মে তিনি। ১৪ উইকেট নিয়ে তাসকিন এখন ষষ্ঠ বিপিএলের সেরা বোলার। সাফল্যের জন্য পাকিস্তানের গতি-তারকাকে সবার আগে ধন্যবাদ দিয়ে এই পেসার বলেছেন, ‘গ্রিপ, সুইং, ভ্যারিয়েশনে কোচ আমাকে হেল্প করছেন। আমি তার পরামর্শ কাজে লাগানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস, এসব পরামর্শ ভবিষ্যতে আরও কাজে আসবে।’

টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ এবি ডি ভিলিয়ার্সকে বোল্ড করেছেন, ফিরিয়ে দিয়েছেন ছন্দে থাকা রাইলি রোসোকেও। তবু তাসকিনের মন খারাপ, ‘হারলে তো খারাপ লাগবেই। আজ ১৯৪ রান করে হারা উচিত হয়নি। কয়েকটা ক্যাচ ড্রপ হয়েছে, কয়েকটা ওভার বাজে হয়েছে। চার উইকেট পেলেও আমি খুশি নই।’ তবে ১৯তম ওভারে ১৯ রান দেওয়া মেহেদী হাসান রানার পাশেই দাঁড়ালেন তিনি, ‘মেহেদী খুব ভালো বোলার। আজ সে বিপিএলে দ্বিতীয় ম্যাচ খেলেছে। আশা করি, আজকের ভুল থেকে সে শিখতে পারবে।’

আজকেই সিলেট সিক্সার্সের জার্সিতে শেষ ম্যাচ খেললেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান তারকার বদলি জেসন রয়কে নিয়ে আশাবাদী তাসকিনের কথা, ‘ওয়ার্নারের বিদায় অবশ্যই আমাদের জন্য ধাক্কা। ওর জায়গায় জেসন রয় আসছে। আশা করি, সে ভালো খেলবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার