X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আবারও সেই রংপুরের মুখোমুখি খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ০৯:০৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৯:১৬

অনুশীলনে খুলনা টাইটানস (ফাইল ছবি) খেলা হয়ে গেছে সাত ম্যাচ, সেখানে জয় মাত্র একটিতে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিবর্ণ খুলনা টাইটানসের সেরা চারে থাকাটা এখন ‘অসম্ভব’ এক চ্যালেঞ্জ। তাই বলে লড়াকু মনোভাব থেকে এতটুকু সরছে না গত আসরে সেরা চারে থাকা দলটি। রংপুর রাইডার্সের বিপক্ষে ফিরতি ম্যাচে জয়কেই একমাত্র লক্ষ্য করছে মাহমুদউল্লাহরা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) দুপুর দেড়টায় রংপুরের বিপক্ষে নামবে খুলনা। দিনের পরের ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশনে।

এবারের আসরে খুলনা নিজেদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুরের। দুর্দান্ত ওপেনিং জুটির পরও হার দিয়ে শুরু হয়েছিল তাদের বিপিএল মিশন। রংপুরের দেওয়া ১৬৩ রানের জবাবে জয়ের পথেই হেঁটেছিল খুলনা। কিন্তু ৮ রানে হারের হতাশা নিয়ে ছাড়তে হয়েছিল মাঠ। খুলনা ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ঢাকার প্রথম পর্বে। তাই সেই প্রতিশোধের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে জয়ের লক্ষ্যে নামতে যাচ্ছে মাহমুদউল্লাহরা।

প্রতিযোগিতায় টিকে থাকা নিয়ে ভাবছে না ফ্র্যাঞ্চাইজি, লক্ষ্য শুধু জয়ের। তেমনটাই জানিয়েছেন দলটির টেকনিক্যাল অ্যাডভাইজার হাবিবুল বাশার, ‘সময়টা আমাদের সত্যিই ভালো যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। এই মুহূর্তে ভাবনা একটাই, আমরা বাকি ম্যাচগুলো জিততে চাই। সেরা চারে খেলতে পারি আর না পারি, অন্তত জয়ের মধ্যে থাকতে চাই।’

আগের ম্যাচে বল হাতে খুব বাজে সময় গিয়েছিল খুলনার। চিটাগং ভাইকিংস তাদের বিপক্ষে গড়েছিল ২১৪ রানের বিশাল সংগ্রহ। সেই লক্ষ্যে ১৮৮ পর্যন্ত গিয়েছিল খুলনা। তার আগের ম্যাচে ১৮১ রানের সংগ্রহ দাঁড় করিয়েও হারতে হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। সবশেষ দুই ম্যাচে ভালো পারফর্ম করেও ফল নিজেদের পক্ষে আনতে পারেনি তারা। তাই সিলেট পর্বের একটি ম্যাচ জিতে ৭ খেলায় ২ পয়েন্ট নিয়ে মাহমুদউল্লাহরা তালিকার তলানিতে।

তাদের প্রতিপক্ষ রংপুরের অবস্থাও খুব একটা ভালো নয়। শিরোপা ধরে রাখার মিশনে মাশরাফিরাও নেই সেরা চারে। ৭ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রংপুর রয়েছে পাঁচ নম্বরে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?