X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নিরাপদে দেশে ফিরেছে ক্রিকেট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ২২:৪৮আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০০:০১

দেশে পা রাখলেন মুশফিক শেষ টেস্টের দ্বিতীয় দিনের জন্য পরিকল্পনা কষে এখন ঘুমিয়ে থাকার কথা ছিল মাহমুদউল্লাহদের। কিন্তু এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে ক্রাইস্টচার্চ টেস্ট না খেলেই দেশে ফিরতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। শনিবার রাত ১০টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে কোচিং স্টাফ সহ ১৯ জনের দল। এ খবর নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

শুক্রবার দুপুর থেকেই ক্রিকেটাররা আতঙ্কের মধ্যে। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তারা। নিরাপদে টিম হোটেলে ফিরলেও আতঙ্ক মুছে যায়নি মন থেকে। আরেকটু আগে মসজিদে পৌঁছালে কী ভয়ঙ্কর ঘটনাই না ঘটতো! চোখের সামনে ঘটা হত্যাযজ্ঞের ভয়ঙ্কর দৃশ্য স্মৃতিতে নিয়ে দেশের মাটিতে পা রেখেছেন তামিম-মুশফিকরা।

বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর সহায়তায় বের হচ্ছেন লিটন এই সফরে যাওয়া ১৫ ক্রিকেটার একই ফ্লাইটে দেশে ফিরেছেন। মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মুমিনুল হক, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, আবু জায়েদ ও সৌম্য সরকারের সঙ্গে বিমানে ছিলেন কোচিং স্টাফের চারজন। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান ও বোর্ড সহসভাপতি মাহবুব আনাম।

উৎসুক সমর্থকদের ভিড়ে রাহী ও এবাদত আল নূর মসজিদে অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের পর দুই দেশের ক্রিকেট বোর্ড শেষ টেস্ট বাতিল করে দেয়। তারপর থেকে কত দ্রুত ক্রিকেটারদের দেশে ফেরানো যায় সেটা ছিল চ্যালেঞ্জের। টিকিটের দুষ্প্রাপ্যতার আশঙ্কায় প্রথমে ভিন্ন ভিন্ন ফ্লাইটে খেলোয়াড়দের দেশে পাঠানোর কথা জানান টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। তবে বিসিবি সরকারি পর্যায়ে যোগাযোগ করে বিশেষ ব্যবস্থায় টিকিটের ব্যবস্থা করে। তাতে সবাই একই বিমানে করে দেশে পৌঁছান।

দেশে পৌঁছালেন মুমিনুলরা শনিবার বাংলাদেশ সময় সকালে ক্রাইস্টচার্চ বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে দেশের উদ্দেশে রওনা দেন ক্রিকেটাররা। অস্ত্রসজ্জিত পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনীতে তারা হোটেল থেকে বিমানবন্দরে পৌঁছান।

বিমানে ওঠার আগ মুহূর্তে মুশফিক স্বস্তির নিঃশ্বাস ফেলেন। টুইটারে তার পোস্ট ছিল, ‘ইনশাল্লাহ, শেষ পর্যন্ত দেশে ফিরছি।’ অবশেষে তারা ফিরলেন এবং কেটে গেলো দেশের মানুষের উদ্বেগও।

ছবি: সাজ্জাদ হোসেন ও রবিউল ইসলাম

/আরআই/এফএইচএম/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী