X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ দলে থাকতে আইপিএলকে দূরে রাখলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০১৯, ১৮:৪৬আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৮:৪৬

মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে লাসিথ মালিঙ্গা আইপিএল এখন ক্রিকেট বিশ্বের সব খেলোয়াড়ের ‘স্বপ্নের মঞ্চ’। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির উত্তেজনার সাগরে ডুব দিতে মুখিয়ে থাকেন ক্রিকেটের বড় নামগুলো। লাসিথ মালিঙ্গাও তাদেরই একজন। তবে আইপিএলের চেয়েও যে বিশ্বকাপের মঞ্চ বড়, তার প্রমাণ পাওয়া গেল শ্রীলঙ্কান পেসারের সিদ্ধান্তে।

বিশ্বকাপ দলে থাকতে কুড়ি ওভারের প্রতিযোগিতাকে দূরে সরিয়ে রাখলেন মালিঙ্গা। আজ (শনিবার) থেকে শুরু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামার কথা ছিল তার। তবে ফ্র্যাঞ্চাইজিটির অন্তত প্রথম ছয়টি ম্যাচ খেলতে পারবেন না তিনি। শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মালিঙ্গা। দ্বীপ দেশটির নির্বাচকরা তাদের খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ দলে বিবেচনায় থাকতে হলে খেলতেই হবে ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া সুপার প্রভিন্সিয়াল ওয়ানডে প্রতিযোগিতায়। নির্বাচকদের এই শর্ত পূরণ করতেই আইপিএলকে দূরে রাখছেন মালিঙ্গা।

যেহেতু এবারের মৌসুমের এক তৃতীয়াংশ খেলা মিস করবেন তিনি, তাই এই পেসার তার বদলে অন্য কাউকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন মুম্বাইকে।

শ্রীলঙ্কান ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ৪ এপ্রিল থেকে শুরু হলেও তার আগে কয়েকদিন চলবে অনুশীলন। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা মালিঙ্গা দেশে ফিরেই যোগ দেবেন তার দল গলে, যার অধিনায়কও আবার তিনি। ঘরোয়া এই প্রতিযোগিতায় পারফর্ম করলেই মিলবে বিশ্বকাপ দলে থাকার নিশ্চয়তা। আইপিএল বাদ দিয়ে মালিঙ্গা বিশ্বকাপকেই বেছে নিয়েছেন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘আইপিএল খেলতে (শ্রীলঙ্কা ক্রিকেট) বোর্ডকে আমি নো-অবজেকশন সার্টিফিকেট দিতে বলেছিলাম, এবং তারা বলেছিল, কোনও সমস্যা নেই, তবে যে বিশ্বকাপে যেতে চায় তাকে প্রভিন্সিয়াল টুর্নামেন্ট খেলতে হবে।’ এই পেসার সঙ্গে যোগ করেছেন, ‘তাই তাদের  বলেছিলাম, আমি প্রভিন্সিয়াল টুর্নামেন্ট খেলব। একই সঙ্গে বোর্ডকে বলেছিলাম, মুম্বাই ইন্ডিয়ান্স ও আইপিএল কর্তৃপক্ষকে যেন তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়। আইপিএল থেকে অর্থ না এলেও আমার কোনও সমস্যা নেই, দেশের জন্যই আমি এটা করেছি।’

শুরুর দিকে ম্যাচ খেলতে না পারায় মুম্বাইকে তার বদলি নেওয়ার পরামর্শও দিয়েছেন মালিঙ্গা, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের সাত কিংবা আট ম্যাচ খেলতে পারব না। তাই তাদেরকে (মুম্বাই) আমার জন্য অপেক্ষা করানোর কোনও মানে নেই। সবচেয়ে ভালো হয় তারা যদি আমার বদলি কাউকে নেয়।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ