X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অশ্বিনের করা এই আউট নিয়েই যত সমালোচনা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০১৯, ১৬:৪৮আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:৫১

বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে স্টাম্প ভেঙে দেন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিতর্কিত ঘটনার জন্ম নিয়েছে সোমবার। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে জস বাটলারকে ‘মানকড় আউট’ করে সমালোচনার মুখে পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটের চেতনাবিরোধী আউটে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা চটেছেন ভারতীয় স্পিনারের ওপর।

সোমবার মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। জয়পুরের ম্যাচে রাজস্থানের ব্যাটিং ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে অশ্বিন ‘মানকড় আউট’-এ প্যাভিলিয়নে ফেরান বাটলারকে। ইংলিশ ব্যাটসম্যান নন-স্ট্রাইক প্রান্তের ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে অশ্বিন বল করা থামিয়ে স্টাম্প ভেঙে দেন। ফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ারের সাহায্য নিলে আউটের সংকেত দেন। ক্রিকেটের চেতনাবিরোধী আউটের পর ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বোলার বল করার আগে নন-স্ট্রাইক প্রান্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া ব্যাটসম্যানকে রান আউট করলে সেটাকে বলে ‘মানকড় আউট’। ১৯৪৮ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বিল ব্রাউনকে এভাবেই আউট করেছিলেন ভারতীয় স্পিনার ভিনু মানকড়। এরপর থেকে ক্রিকেট বিশ্বে এই ধরনের আউটের নাম হয়ে যায় ‘মানকড় আউট’। আইসিসির নিয়মে আউট থাকলেও এটাকে চেতনাবিরোধী হিসেবেই ধরা হয়।

বাটলারের আউটের পর তাই অশ্বিনকে নিয়ে ওঠে সমালোচনার ঝড়। ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান কিছুতেই মানতে পারছেন না, তার টুইট, ‘যেটা দেখেছি, আমি বিশ্বাস করতে পারছি না। নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য এর চেয়ে খারাপ উদাহরণ আর হতে পারে না।’ দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন স্পষ্ট বলে দিয়েছেন, ক্রিকেটীয় স্পিরিটের গায়ে আঘাত লেগেছে। তার টুইট, ‘ক্রিকেটীয় স্পিরিটের কোনও পুরস্কারই অশ্বিনের প্রাপ্য নয়।’

সাবেক ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ কাইফও ধুয়ে দিয়েছেন অশ্বিনকে, ‘খেলার নিয়মে এটা আছে, তবে জস বাটলারকে সতর্ক করা উচিত ছিল অশ্বিনের। খুবই বিস্ময়কর! মনে আছে, এর আগেও আন্তর্জাতিক ম্যাচে অশ্বিন ঠিক এই কাজটাই করেছিল, যেখানে (বীরেন্দর) শেবাগ আবেদন তুলে নিয়েছিল।’

সবচেয়ে বেশি চটেছেন শেন ওয়ার্ন। রাজস্থানের মেন্টর হিসেবে কাজ করা এই কিংবদন্তি লেগ স্পিনারের সতর্কবার্তা, ‘অধিনায়ক ও একজন মানুষ হিসেবে অশ্বিনের কাজে আমি হতাশ। সব অধিনায়ক আইপিএল দেয়ালে সই করেছে এবং খেলার স্পিরিট ধরে রাখতে একমত হয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের বল করার কোনও ইচ্ছাই ছিল না- সুতরাং এটাকে ডেড বল ধরতে হবে। বিসিসিআইকে বলছি, এটা আইপিএলের জন্য মোটেও ভালো দিক নয়।’

যাকে নিয়ে এত সমালোচনা, সেই অশ্বিন কিন্তু নির্বিকার। আত্মপক্ষ সমর্থন করে তার বক্তব্য, ‘আমার চোখে এটা স্বাভাবিক ব্যাপার। কোনও রকম পরিকল্পনা করে করা হয়নি। খেলায় তো এই নিয়ম আছেই। আর আমি বুঝতে পারছি না এখানে খেলার চেতনাবিরোধী ব্যাপার আসছে কোথা থেকে, যেখানে নিয়মই করা আছে (আউটের)।’ ক্রিকইনফো, টেলিগ্রাফ

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
বৃষ্টির প্রার্থনায় নামাজ
বৃষ্টির প্রার্থনায় নামাজ
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই