X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

দারুণ বোলিংয়ে পাঞ্জাবকে হারালো চেন্নাই

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০১৯, ২০:৪২আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০০:৪৮

জয়ে ফিরেছে চেন্নাই কিংস ইলেভেন পাঞ্জাবকে দ্বিতীয় হারের স্বাদ দিয়ে এক ম্যাচ পর জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। দারুণ বোলিংয়ে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা ঘরের মাঠে জিতেছে ২২ রানে।

৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে উঠেছে চেন্নাই। ২ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। পাঁচ ম্যাচ খেলে ৬ পয়েন্টে পাঁচ নম্বরে নেমেছে পাঞ্জাব।

শনিবার ঘরের মাঠে টস জিতে ব্যাটিং নেয় চেন্নাই। ফাফ দু প্লেসিসের ফিফটিতে ৩ উইকেটে ১৬০ রান করে তারা। লোকেশ রাহুল ও সরফরাজ খান হাফসেঞ্চুরি হাঁকালেও জেতাতে পারেননি পাঞ্জাবকে। ৫ উইকেটে ১৩৮ রানে থামে পাঞ্জাব।

শেন ওয়াটসন ও দু প্লেসিসের ৫৬ রানের জুটিতে দারুণ শুরু করে চেন্নাই। কিন্তু স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরবোর্ডে রান ওঠে ঢিমেতালে। ওয়াটসন ২৬ রানে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় এই স্পিনার ১৪তম ওভারে পরপর মাঠ ছাড়া করেন দু প্লেসিস ও সুরেশ রায়নাকে। দুজনের জুটি ছিল ৪৪ রানের।

দু প্লেসিস ৩৮ বলে দুটি চার ও চারটি ছয়ে ৫৪ রান করেন। রায়না ফেরেন ১৭ রান করে। এরপর ৬০ রানের অপরাজিত জুটিতে স্কোরবোর্ডকে সমৃদ্ধ করেন ধোনি ও আম্বাতি রাইডু। ৩৭ রানে ধোনি আর রাইডু ২১ রানে অপরাজিত ছিলেন।

পাঞ্জাবের পক্ষে অশ্বিন নেন সর্বোচ্চ ৩ উইকেট।

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারে হরভজন সিংয়ের জোড়া শিকার হন ক্রিস গেইল (৫) ও মায়াঙ্ক আগারওয়াল (০)। মাত্র ৭ রানে দুটি উইকেট হারানো পাঞ্জাব প্রতিরোধ গড়ে রাহুল ও সরফরাজের জুটিতে। তারা শতরানের জুটি গড়লেও হরভজনের সঙ্গে ইমরান তাহির ও রবীন্দ্র জাদেজার নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি।

১৮তম ওভারে রাহুলকে ফিরিয়ে ১১০ রানের জুটি ভেঙে পাঞ্জাবের সব আশার ইতি টানেন স্কট কুগেলেইন। ৫৫ রানে ফেরেন ভারতীয় ওপেনার। শেষ দুই ওভারে আরও দুটি উইকেট হারায় অতিথিরা। ইনিংস সেরা ৬৭ রান করে উইকেট হারান সরফরাজ।

হরভজন ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। কুগেলেইনও সমান দুটি উইকেট পান। উইকেট না পেলেও রানের লাগাম টেনে ধরেন তাহির ও জাদেজা। তাহির দেন ২০ রান, আর ২৪ রান খরচ করেন জাদেজা।  ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার মধ্যপ্রাচ্যে ‘বরবাদ’
এবার মধ্যপ্রাচ্যে ‘বরবাদ’
খালেদের ৬ উইকেটের পর সোহানের সেঞ্চুরি
খালেদের ৬ উইকেটের পর সোহানের সেঞ্চুরি
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ গ্রেফতার ৮
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ গ্রেফতার ৮
নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ডিএমপি কমিশনার
নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
সেলিব্রিটি লিগে পোশাক ও অঙ্গভঙ্গির বিষয়ে ৬ অভিনেত্রী-মডেলকে আইনি নোটিশ
সেলিব্রিটি লিগে পোশাক ও অঙ্গভঙ্গির বিষয়ে ৬ অভিনেত্রী-মডেলকে আইনি নোটিশ