X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শিরোপা জিততে আত্মবিশ্বাসী রূপগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৯, ২০:৪৭আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:০৪

ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ড অব রূপগঞ্জের একটি সাফল্যের মুহূর্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিজেন্ড অব রূপগঞ্জ। ১১ ম্যাচের ১০টিতেই জয় পাওয়া রূপগঞ্জের কোচের দায়িত্বে আছেন আফতাব আহমেদ। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান শিরোপা জিততে আত্মবিশ্বাসী।

আগামী সোমবার শুরু হবে ছয় দলের সুপার লিগ। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রূপগঞ্জ বেশ নির্ভার। কোচ আফতাব প্রথম পর্বের পারফরম্যান্স চান শিষ্যদের কাছ থেকে, ‘লিগের শুরু থেকেই আমি খেলোয়াড়দের বলেছি, আমরা শিরোপার জন্য খেলবো না। আমাদের খেলতে হবে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে। কার বিপক্ষে ম্যাচ, সেটা নিয়েও আমরা ভাববো না। আমার বিশ্বাস, প্রথম পর্বের পারফরম্যান্স সুপার লিগে ধরে রাখতে পারবে ছেলেরা। আপাতত আমাদের লক্ষ্য, জয় দিয়ে সুপার লিগ শুরু করা।’

সুপার লিগের প্রথম প্রতিপক্ষ মোহামেডানের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে রূপগঞ্জ। তবে ঐতিহ্যবাহী ক্লাবকে হালকাভাবে নিতে নারাজ আফতাব, ‘মোহামেডানকে কোনও ভাবেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। মাঠে সেরা ক্রিকেট খেলেই জিততে হবে আমাদের। সুপার লিগে প্রথম তিন ম্যাচে জয় পেলেও পরের দুই ম্যাচ আমরা  সহজভাবে নেবো না।’

প্রথম পর্বের শেষ রাউন্ডে রূপগঞ্জের হয়ে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ। সুপার লিগের প্রথম ম্যাচে জাতীয় দলের এই পেসারকে খেলানোর প্রশ্নে আফতাবের জবাব, ‘তাসকিন শতভাগ ফিট বলেই ওকে খেলানো হচ্ছে। পুরো ফিট না থাকলে আমরা কিছুতেই ওকে নিয়ে ঝুঁকি নিতাম না। অনুশীলনে নিজের শতভাগ দিয়ে বোলিং করছে তাসকিন। আশা করি, সামনের ম্যাচে সে ভালো বল করবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী