X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দীপক প্যাটেলের স্মৃতি ফিরিয়ে আনা তাহির

আসিফ আহমেদ
৩০ মে ২০১৯, ১৯:৪৫আপডেট : ৩০ মে ২০১৯, ১৯:৪৫

১৯৯২ বিশ্বকাপের চমক ছিল দীপক প্যাটেলের (ডানে) বোলিং ১৯৯২ বিশ্বকাপ বেশ কিছু দিক দিয়ে অনন্য। রঙিন পোশাক আর সাদা বলের প্রথম বিশ্বকাপ সেটাই। আরও কিছু নতুনত্ব ছিল সেবার। নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো’র মস্তিষ্ক প্রসূত পিঞ্চ হিটিং আর স্পিনার দিয়ে আক্রমণের সূচনাও সেবারই প্রথম। অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারেই অফস্পিনার দীপক প্যাটেলের হাতে বল তুলে দিয়েছিলেন ক্রো। যা বিস্ময়ের ঢেউ তুলেছিল ক্রিকেট দুনিয়ায়।

২৭ বছর আগে যা ছিল বিস্ময়, এখন তা নিয়মিতই ঘটে থাকে। ওয়ানডেতে স্পিনারের বোলিং সূচনা এখন আর কোনও ‘ঘটনা’ নয়। তবে এবারের বিশ্বকাপের প্রথম বলটি যে একজন স্পিনার করবেন, তা বোধহয় অনেকেই ভাবতে পারেননি। কারণ ইংলিশ কন্ডিশন।

ইংল্যান্ডের বেশিরভাগ পিচ যে পেস সহায়ক সেটা তো সবারই জানা। পেসারদের বিপক্ষে ব্যাটসম্যানদের লড়াই সেখানে সাধারণ ব্যাপার। এমনকি ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন-আপও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড পেস আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি। ওভালে ট্রেন্ট বোল্ট (৪/৩৩) আর জিমি নিশামের (৩/২৬) দুরন্ত বোলিংয়ে ১৭৯ রানেই শেষ হয়ে যায় কোহলির দল।

২০১৯ বিশ্বকাপের দ্বিতীয় বলেই উইকেট পেয়ে ইমরান তাহিরের উল্লাস সেই ওভালেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিং নিতে একটুও ভাবেননি প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি। তারপরই চমক, কোনও পেসার নয়, প্রথম ওভার করতে এলেন লেগস্পিনার ইমরান তাহির! আর দ্বিতীয় বলেই কট বিহাইন্ড জনি বেয়ারস্টো। ক্রিকেটের শ্রেষ্ঠ আসরে এর চেয়ে চমকজাগানো সূচনা আর কী হতে পারে!

ঠিক যেমন চমক ছিল দীপক প্যাটেলের ঘূর্ণিতে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যৌথ আয়োজনের প্রথম বিশ্বকাপে। খুব বেশি উইকেট হয়তো পাননি (৮ ম্যাচে ৮ উইকেট), কিন্তু নিয়ন্ত্রিত বোলিংয়ে সেবার প্রতিপক্ষকে বেঁধে রেখেছিলেন প্যাটেল। লিগ পর্বে কোনও ম্যাচেই তার ইকোনমি রেট চারের ওপরে যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভারে মাত্র ৩৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন অধিনায়ক অ্যালান বোর্ডারের উইকেট। শুধু সেমিফাইনালে তেমন ভালো করতে পারেননি, ইনজামামের তাণ্ডবে ১০ ওভারে দিয়েছিলেন ৫০ রান।

আজ শুরুতে উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন তাহির। বেয়ারস্টোর পর অধিনায়ক এউইন মরগানকে ফেরালেও ১০ ওভারে দিয়েছেন ৬১ রান। তবে ক্রিকেটপ্রেমীদের মনে ২৭ বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছেন ঠিকই।

/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে নতুন ভর্তি ৮৬
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পেছানোর চক্রান্ত: বাংলাদেশ এলডিপি
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল