X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

টন্টনে ছুটির মেজাজে মাশরাফিরা

রবিউল ইসলাম, টন্টন থেকে
১৩ জুন ২০১৯, ১৯:৫৪আপডেট : ১৩ জুন ২০১৯, ২১:০৭

প্রবাসী দুই ভক্তের সঙ্গে মাশরাফি গতকাল (বুধবার) রাত থেকেই টন্টনের আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই বৃষ্টির ধারা ভোরের আলো ফুটতে আরও বেড়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের অবশ্য এই মূহূর্তে ম্যাচ কিংবা অনুশীলন নিয়ে ভাবনা নেই। নিজেদের চাঙ্গা করতে পাওয়া দুই দিনের ছুটি নিজের মতো উপভোগ করছেন।

ব্রিস্টলের মতো টন্টনের ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত। তবে আবহাওয়ার রিপোর্টে সামনের কয়েকটা দিন বৃষ্টির সম্ভাবনা আছে ঠিকই। সেটা ম্যাচে না হলেও অনুশীলনে নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে। যদিও এইসব নিয়ে মোটেও ভাবছেন না কেউই। মাশরাফি মুর্তজা থেকে শুরু করে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমদুউল্লাহ, মুশফিকুর রহিম সবাই ‘অবসর’ সময়টা নিজেদের মতো কাটাচ্ছেন। ব্রিস্টল থেকে লন্ডনে যাওয়া মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুন রাতেই আবার ফিরেছেন টন্টনে। তারাও উপভোগ করছেন টন্টনের সৌন্দর্য।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে টিম হোটেলে ক্রিকেটারদের জন্য অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। কয়েকজন ক্রিকেটার সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেলেও মাশরাফি তার পরিবার নিয়ে বের হন দুপুর ১টার দিকে। মেহেদী হাসান মিরাজও হয়ে উঠলেন মাশরাফির পরিবারের একজন! স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বের হওয়া মাশরাফির সঙ্গে গিয়েছিলেন মিরাজও।

মাশরাফির স্ত্রী সুমির সঙ্গে মেয়ে হুমায়রা ঘুরতে যাওয়ার আগেও দায়িত্বশীল অধিনায়ক। মিরাজকে না দেখে ছোট ভাই মোরসালিককে জিজ্ঞেস করলেন, ‘মিরাজ কইরে?’ এরপর নিজে থেকেই ফোন দিলেন মিরাজকে। বাংলাদেশি স্পিনার কিছুক্ষণের মধ্যে নিচে নেমে উঠে পড়লেন মাশরাফিদের জন্য রাখা নির্ধারিত গাড়িতে।

দুই ঘণ্টা মাশরাফি-মিরাজকে ছাড়া আরও কাউকেই বের হতে দেখা যায়নি। বৃষ্টির দিনটা হয়তো বিছানার আরাম নষ্ট করতে চাননি কেউ কেউ! পরে অবশ্য বের হয়েছিলেন লিটন দাস, মোসাদ্দেক হোসেন ও সাব্বির রহমান।

প্রসাসী বাংলাদেশিরা সকাল থেকেই অপেক্ষায় ছিলেন মশারাফিদের জন্য হোটেল হলিডে ইনের সামনে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে, দেখা করতেই তাদের আগমন। যদিও মাশরাফি ও মিরাজ ছাড়া আর কারও সঙ্গেই দেখা হলো না তাদের। ঘণ্টা তিনেক অপেক্ষার পর কিছুটা হতাশা জন্মালেও সঙ্গী করে নিয়ে গেছেন তারা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে সামনে থেকে দেখতে পারার আনন্দ।

টন্টনের বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য তার আগেই ক্যারিবিয়ানদের আছে আরও একটি ম্যাচ। শুক্রবার সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে তারা। ক্যারিবিয়ানরা যখন ইংল্যান্ড ম্যাচের  প্রস্তুতিতে ব্যস্ত, বাংলাদেশ তখন ছুটির মেজাজে।

ছুটির সময়টা উপভোগ করতে হোটেল থেকে বের হচ্ছেন মাশরাফি ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তার আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় কঠিন পরিস্থিতির মধ্যে টাইগাররা। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের আগে খেলোয়াড়দের মানসিক প্রশান্তির জন্য ‘ছুটি’ দেওয়া হয়েছে মাশরাফিদের। হয়তো অবকাশ যাপনের এই সময়টা চাঙ্গা করবে খেলোয়াড়দের, সামনের ম্যাচগুলোতে কাজ করবে জয় তুলে নেওয়ার ওষুধ হিসেবে!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী