X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৯, ০১:০৫আপডেট : ১৬ জুন ২০১৯, ০১:১২

ইমরান তাহিরের ম্যাচসেরা পারফরম্যান্সে জিতলো দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেলো দক্ষিণ আফ্রিকা। নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমে তারা হারিয়েছে আফগানিস্তানকে। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে শনিবার ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তারা ১১৬ বল হাতে রেখে জিতেছে ৯ উইকেটে।

টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে আফগানিস্তানের ইনিংস কিছুক্ষণ বন্ধ থাকলে ম্যাচ নির্ধারিত হয় ৪৮ ওভার করে। ৩৪.১ ওভারেই ১২৫ রানে অলআউট হয় আফগানরা। জবাবে প্রোটিয়ারা ২৮.৪ ওভারে ১৩১ রান করে ১ উইকেট হারিয়ে।

আগে ব্যাট করতে নেমে ইমরান তাহিরের স্পিন আর ক্রিস মরিস ও আন্দিলে ফেলুকাওয়ের তোপে বিপদে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। হযরতউল্লাহ জাজাই ও নুর আলী জাদরানের ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে কাগিসেরা রাবাদার বলে।

মাত্র ৭৭ রানে ৭ উইকেট হারানো আফগানিস্তান দলীয় স্কোর একশ ছাড়ায় রশিদ খান ও ইকরাম আলী খিলের ৩৪ রানের জুটিতে। ২৫ বলে ৬ চারে ইনিংস সেরা ৩৫ রান করেন রশিদ। এছাড়া শুধু নুর আলী (৩২) ও জাজাইয়ের (২২) ব্যাটে এসেছে দুই অঙ্কের রান।

৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ইমরান, ম্যাচসেরাও হয়েছেন এই লেগ স্পিনার। তিনটি উইকেট পান মরিস। দুটি নেন ফেলুকাও।

লক্ষ্যে নেমে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটিতে সহজ জয়ের পথে ছুটতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৭২ বলে ৮ চারে ৬৮ রান করে ডি কক আউট হলে ভাঙে ১০৪ রানের জুটি। ফেলুকাওকে সঙ্গে করে বাকি রান করেন আমলা। ৪১ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। ফেলুকাও খেলছিলেন ১৭ রানে।

বিশ্বকাপের প্রথম তিন ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। তাতে এই আসরে প্রথমবার পয়েন্ট অর্জন করে তারা। এবার প্রথম জয়েই বাংলাদেশ ও পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচে ৩ পয়েন্ট তাদের। চার ম্যাচের সবগুলো হেরে আফগানিস্তান সবার শেষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী