X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

তামিম আউট, রিভিউয়ে বাঁচলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৯, ১৬:৫৩আপডেট : ২৪ জুন ২০১৯, ১৭:২৫

বোল্ড তামিম বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। সাউদাম্পটনের রোজ বোলে ২ উইকেট হারিয়ে ২৬ ওভারে তাদের সংগ্রহ ১৩৬ রান।

লিটন দাসের আউটের পর তামিম ইকবাল ও সাকিব আল হাসান প্রতিরোধ গড়েন। দারুণ সম্ভাবনায় ব্যাটিং করছিলেন দুজন। কিন্তু তামিমকে বোল্ড করে ৫৯ রানে বিচ্ছিন্ন করেন এই জুটি। ৫৩ বলে চারটি চারে ৩৬ রান করেন বাঁহাতি ওপেনার।

পরের ওভারে রশিদ খানের প্রথম বল সাকিবের প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। তবে রিভিউ নেন বাঁহাতি ব্যাটসম্যান। রিভিউয়ে বল স্টাম্প মিস করায় আউটের সিদ্ধান্ত বাতিল হয়। ২৬ রানে জীবন পান সাকিব।

লিটনকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠছে বাংলাদেশ

ওপেনার হিসেবে বিশ্বকাপ শুরু করে লিটন ক্রিজে টিকতে পারেননি বেশিক্ষণ। ২৩ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরে যান তিনি। তবে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের জুটিতে এই ধাক্কা কাটিয়ে উঠছে বাংলাদেশ। লিটনের বিদায়ের পর তারা পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন।

কঠিন ক্যাচ দিয়ে ফিরলেন লিটন

সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে শুরুতে খেলতে নেমে উইকেট হারিয়েছে বাংলাদেশ। পঞ্চম ওভারে মুজিব উর রহমানের বলে শর্ট কভারে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন দাস।

তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে এদিন নামেন লিটন। শুরুটা দেখেশুনে খেলছিলেন দুজন। আচমকা মুজিবের ঘূর্ণিতে আর থিতু হতে পারলেন না লিটন। হাসমতউল্লাহ শহীদী ক্যাচটি কঠিন করে নেওয়ায় তা মাটিতে লেগেছিল কিনা সংশয়ে ছিলেন আম্পায়াররা। পরে রিভিউ নিয়েই আউট দেওয়া হয় লিটনকে। তিনি মাঠ ছাড়েন ১৬ রান করে। তামিমের সঙ্গে তার জুটি ছিল মাত্র ২৩ রানের।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। তারা টস হেরে গেছে এবং নামতে হয়েছে ব্যাটিংয়ে। দুটি পরিবর্তন আনা হয়েছে একাদশে। রুবেল হোসেন ও সাব্বির রহমানের জায়গায় এসেছেন মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারি, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, ইকরাম আলি খিল, দৌলত জাদরান ও মুজিব উর রহমান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে