X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ সুযোগ

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৯, ১২:১৯আপডেট : ২৭ জুন ২০১৯, ১২:৪১

কঠিন চ্যালেঞ্জের সামনে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দাঁড়িয়ে থাকতে পারেনি। একের পর এক হারে এখন তারা খাদের কিনারায়। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে শেষ সুযোগ তাদের সামনে, প্রতিপক্ষ এই আসরের একমাত্র অজেয় দল ভারত। বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ (বৃহস্পতিবার) ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের মাটিতে ৩৬ বছর পর প্রথমবার বিশ্বমঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। প্রায় চার দশক আগে বিশ্বকাপের তৃতীয় আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নতুন আগমনী বার্তা শুনিয়েছিল কপিল দেবের দল। সব মিলিয়ে বিশ্ব আসরে দুই দলের দেখা হয়েছে ৮ বার। ৫-৩ ব্যবধানে এগিয়ে ভারত। সবশেষ ক্যারিবিয়ানরা জিতেছিল ১৯৯২ সালের বিশ্বকাপে।

ভারতের মুখোমুখি হওয়ার আগে গত শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে খুব কাছ থেকে জয় হাতছাড়া হয়েছে উইন্ডিজের। কার্লোস ব্র্যাথওয়েটের বীরত্ম মাটি করে দিয়ে জিতেছিল কিউইরা। তবে ৬ ম্যাচে মাত্র এক জয় পাওয়া ক্যারিবিয়ানদের আশা এখনও শেষ হয়ে যায়নি। ছিটকে পড়া দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ঠিক উপরে তারা।

তবে ইংল্যান্ডের টানা দুটি হার ওয়েস্ট ইন্ডিজকে আবার সেমিফাইনালে ওঠার সুযোগ করে দিয়েছে। শেষ তিন ম্যাচ জিততেই হবে তাদের। কিন্তু একটি হারই শেষ করে দিবে তাদের সব স্বপ্ন। ভারত জিতলে সেমিফাইনালের পথে ফেলবে বড় ধাপ।

এই কঠিন মিশনে ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে না তাদের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। ইনজুরি নিয়ে শঙ্কায় এভিন লুইস। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। পরে ওপেনিংয়ে ব্যাট করতে পারেননি, ৮ নম্বরে নেমে তিন বল খেলে শূন্য রানে বিদায় নেন।

এবারের টুর্নামেন্টে ক্রিস গেইল ও শাই হোপের সময় যাচ্ছে ভালো-মন্দের মধ্যে দিয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের ঝামেলা কাটেনি। তারাই একমাত্র দল যাদের উদ্বোধনী জুটি এখনও পঞ্চাশ ছোঁয়নি। এই জুটিতে তাদের ব্যাটিং গড়ও বাজে- ১১.২।

রাসেলের জায়গায় ডাক পাওয়া সুনীল আমব্রিস একাদশে থাকলে এই সমস্যা কাটিয়ে তুলতে অবদান রাখতে পারেন। নতুন বল হাতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনে বড় ধাক্কা দিতে তৈরি শেলডন কট্রেল। প্রথম ওভারেই নিউজিল্যান্ডের দুই ওপেনারকে ফেরান তিনি।

অন্যদিকে আফগানিস্তানের বোলারদের কাছে ভেঙে পড়ার পর আবারও ভারতের মিডল অর্ডারে দুর্দশার চিত্র ফুটে উঠেছে। বিজয় শঙ্কর, কেদার যাদব ও মহেন্দ্র সিং ধোনিকে প্রতিরোধ গড়তে হবে এই জায়গায়। অবশ্য খাদের কিনারায় থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য পাওয়া খুব একটা সহজ হবে না ভারতের জন্য। তবে আফগানদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাওয়া জয় আত্মবিশ্বাসে এগিয়ে রাখছে বিরাট কোহলির দলকে। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নদী রক্ষার যুদ্ধে আমরা জয়ী হবো: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে প্রাণ গেলো ২ শ্রমিকের
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান