X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাকিবের পজিশনে সফল মিঠুন (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ২০:৩০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২১:৪২

প্রস্তুতি ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি মিঠুন বিশ্বকাপে বিস্ময়কর পারফর্ম করা সাকিব আল হাসান নেই শ্রীলঙ্কা সফরে। তিন নম্বরে ব্যাট করে ৬০৬ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। এবার তার জায়গায় দায়িত্ব নিতে হতে পারে মোহাম্মদ মিঠুনকে। বিশ্বকাপে মাত্র তিন ম্যাচ খেলা এই ব্যাটসম্যান প্রস্তুতি ম্যাচে সাকিবের পজিশনে খেলে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ইনিংস সেরা ৯১ রান করে।

শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৫ উইকেটের জয়ে সেরা অবদান রেখেছেন মিঠুন। ওয়ানডে ক্যারিয়ারের বেশির ভাগ সময় পাঁচ নম্বরে ব্যাট করা এই ব্যাটসম্যান নতুন পজিশনে ভালোই খেলেছেন। সাকিবের অনুপস্থিতিতে তাকে দুই ধাপ উপরে ব্যাট করতে হতে পারে। এর আগে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স আত্মবিশ্বাসী করে তুললো মিঠুনকে, ‘সাকিব ভাই যেহেতু নেই, দলের কাউকে না কাউকে তো ওই পজিশনে খেলতেই হবে। উপরে যারা ব্যাটিং করে, তাদের লম্বা ইনিংস খেলতে হয়। আমি সেই চেষ্টাই করেছি।’

আগামী শুক্রবার কলম্বোয় শুরু হবে ওয়ানডে সিরিজ। জয় দিয়ে শুরু করাই লক্ষ্য বললেন মিঠুন, ‘যে কোনও টুর্নামেন্টে শুরুটা ভালো হওয়া অনেক গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড়ের ভালো অবস্থানে থাকা, আত্মবিশ্বাস পাওয়া সব কিছুই শুরু হয় প্রথম ম্যাচ থেকে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী থাকলে সিরিজ কঠিন হবে না।’

বিশ্বকাপে মাত্র তিন ম্যাচ খেলেছেন মিঠুন। প্রস্তুতির ঘাটতি পুষিয়ে নিতে তাকে খেলতে হয়েছে ‘এ’ দলের হয়ে। আফগানিস্তানের বিপক্ষে ‘এ’ দলের সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট করেন তিনি। ৩ ও ৮৫ রান আসে তার ব্যাট থেকে। প্রস্তুতি নিয়ে মিঠুন বলেছেন, ‘আমি এখানে আসার আগে বাংলাদেশে দুটি ম্যাচ খেলেছি। ওখানেই আমি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশের চেয়ে এখানে গরম একটু কম। এটা আমাদের জন্য ভালো হয়েছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী