X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আবারও স্মিথের ব্যাটে অস্ট্রেলিয়ার লড়াই

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ০১:০৪আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০১:১৩

স্মিথের ব্যাটে লড়াই করছে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও প্রত্যাশা পূরণ করতে পারেনি অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। কিন্তু অ্যাশেজের দ্বিতীয় ইনিংসে তারা আবারও ঘুরে দাঁড়িয়েছে স্টিভ স্মিথের ব্যাটে। বার্মিংহামের আলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। ৭ উইকেট হাতে রেখে ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের লিড নিয়েছে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার ২৮৪ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৩৭৪ রান। ৯০ রানের লিড নিয়ে ইংল্যান্ড ভালোই শুরু করেছিল। কিন্তু স্মিথ দাঁড়িয়ে যান। তার লড়াকু ইনিংসে ৩ উইকেটে ১২৪ রানে শনিবারের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ১৭ রানে ২ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন স্মিথ। ১২২ রান করতেই ৮ উইকেট পড়ে যাওয়া দলটি ম্যাচে ফেরে তার ১৪৪ রানের অনবদ্য এক ইনিংসে। দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যাট করতে নামলেন দলীয় স্কোর ২৭ রানে। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ৮ ও ক্যামেরন ব্যানক্রফট ৭ রানে আউট হলে স্মিথ হাল ধরেন উসমান খাজাকে নিয়ে। তাদের ৪৮ রানের জুটি বিচ্ছিন্ন হয়েছে বেন স্টোকসের বলে। ৪০ রানে জনি বেয়ারস্টোকে পেছনে ক্যাচ দেন খাজা।

এরপর ট্র্যাভিস হেডের সঙ্গে ৪৯ রানের অবিচ্ছিন্ন ‍জুটিতে দিন শেষ করেছেন স্মিথ। সাবেক অধিনায়ক ৬১ বল খেলে ৪৬ রানে অপরাজিত আছেন। ২১ রানে খেলছিলেন হেড।

স্টোকসের সঙ্গে মঈন আলী ও স্টুয়ার্ট ব্রড একটি করে উইকেট নেন ইংল্যান্ডের হয়ে।

এর আগে ৪ উইকেটে ২৬৭ রানে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৯৫ বলে ৮ চারে হাফসেঞ্চুরি করার পরের বলেই স্টোকস শিকার হন প্যাট কামিন্সের। নাথান লায়নের জোড়া আঘাতে টালমাটাল হয়ে ওঠে স্বাগতিকদের ব্যাটিং লাইন। ররি বার্নসের ৩১২ বলে ১৩৩ রানের ইনিংস থামে অজি স্পিনারের কাছে। মাত্র ১৮ রানের ব্যবধানে এদিন ৪ উইকেট হারায় ইংলিশরা।

৩০০ রানে ৮ উইকেট হারানো দল সন্তোষজনক লিড নেয় ক্রিস ওকস ও ব্রডের ৬৫ রানের জুটিতে। ব্রড ২৯ রানে কামিন্সের কাছে আউট হলেও ওকস ৩৭ রানে অপরাজিত ছিলেন। জেমস অ্যান্ডারসনকে ৩ রানে ফিরিয়ে ইংল্যান্ডকে গুটিয়ে দেন লায়ন। অজি স্পিনার সর্বোচ্চ ৩ উইকেট নেন। তার সমান উইকেট শিকার করেন কামিন্স। দুটি করে পান প্যাটিনসন ও পিটার সিডল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে