X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সাক্ষাৎকার দিতে বেক্সিমকোতে রাসেল ডোমিঙ্গো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৫:৫০আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:১৫

রাসেল ডোমিঙ্গো। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিব-তামিমদের প্রধান কোচ নিয়োগের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো এসেছেন ঢাকায়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বেক্সিমকো কার্যালয়ে বিকালে সাক্ষাৎকার দেবেন সাবেক এই প্রোটিয়া কোচ।

কোচের সাক্ষাৎকার পর্বে অংশ নিতে বিসিবির কয়েকজন পরিচালক ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী মিরপুরের বিসিবি কার্যালয় থেকে দুপুরে যান সেখানে। বিকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত কার্যালয় বেক্সিমকোতে তার সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে বিসিবির আগ্রহ থাকলেও তিনি বাংলাদেশের কোচ হবেন কিনা আজই তা জানা যাচ্ছে না! তবে বিসিবি সূত্রে জানা গেছে, খণ্ডকালীন কোনও শর্ত না দিলে তাকে জাতীয় দলের কোচ হিসেবে রেখে দেওয়া হতে পারে।

দক্ষিণ আফ্রিকা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে রাসেল ডোমিঙ্গোর। ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত তিনি এই পদে ছিলেন। আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। আলোচনার মাধ্যমে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারলেই বাংলাদেশের কোচ হিসেবে ডোমিঙ্গোর নিয়োগ পাওয়ার সম্ভাবনা বাড়বে।

বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর রদ বদল হয়েছে কোচিং স্টাফদের। প্রধান কোচ স্টিভ রোডস সহ কয়েকজনকে ছাঁটাই করা হয়েছে। ইতোমধ্যে প্রধান কোচ নিয়োগ না পেলেও পেস বোলিং কোচ হিসেবে শার্ল ল্যাঙ্গেভেল্ট এবং স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়োগ দিয়েছে বিসিবি। ধীরে ধীরে দলের কোচিং স্টাফদের খালি পদগুলোও পূরণ করার চেষ্টা করছে বোর্ড।

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
হজের ভিসায় মক্কা, জেদ্দা ও মদিনার বাইরে ভ্রমণ করা যাবে না
হজের ভিসায় মক্কা, জেদ্দা ও মদিনার বাইরে ভ্রমণ করা যাবে না
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র