X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সৌম্য-লিটনের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ

বাংলা ট্রিবিউন স্পোর্টস
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪০

সৌম্য সরকার আফগানিস্তানকে ৩৪২ রানে অলআউট করে প্রথম ইনিংস খেলতে নেমেছে বাংলাদেশ। ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮ রান করেছে তারা। ক্রিজে আছেন সৌম্য সরকার ও লিটন দাস।

প্রথম ওভারে উইকেট হারানোর পর বাংলাদেশ সতর্ক হয়ে খেলছে। ইয়ামিন আহমদজাইয়ের পেসের সঙ্গে জহির খান ও কায়েস আহমেদের স্পিন বেশ ভালোভাবে সামাল দিচ্ছেন সৌম্য সরকার ও লিটন দাস। তাদের অবিচ্ছিন্ন জুটিটি ২৮ রানের।
উইকেট হারিয়ে শুরু বাংলাদেশের

প্রথম ইনিংসের শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। দুই দলের স্পিনারদের জমজমাট লড়াইয়ের মধ্যে স্বাগতিকদের প্রথম উইকেটটি নেন আফগান পেসার ইয়ামিন আহমদজাই। চতুর্থ বলে সাদমান ইসলামকে (০) আফসার জাজাইয়ের ক্যাচ বানান তিনি। সৌম্য সরকারের সঙ্গে তার উদ্বোধনী জুটি রানের খাতা খুলতে ব্যর্থ হয়।

এরপর মাঠে নামেন লিটন দাস। লাঞ্চের আগে বাংলাদেশ খেলে ৪ ওভার। ১ উইকেটে ১ রানে প্রথম সেশন শেষ করে তারা।

আফগানিস্তানকে ৩৪২ রানে থামালো বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সকালেই আফগানিস্তানকে অলআউট করতে আশাবাদী ছিলেন তাইজুল ইসলাম। নিজের কথা রাখতে শুরুতে জোড়া উইকেট নেন এই স্পিনার। এরপর সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ বাকি ৩ উইকেট নিয়ে সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে দেন ৩৪২ রানে।

চার স্পিনারের কেউই খালি হাতে ফেরেননি। নিজের ২৮তম ওভারের শেষ বলে আফগান অধিনায়ক রশিদ খানের দারুণ ক্যাচ নিয়ে ইনিংসের সমাপ্তি ঘটান মিরাজ। ৬১ বলে ২ চার ও ৩ ছয়ে ৫১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন রশিদ। নতুন দিন আফগানদের ইনিংসের ব্যপ্তি ছিল ২১ ওভার, ৭১ রানে শেষ ৫ উইকেট হারায় তারা।

প্রথম দিন কেটেছিল হতাশায়। নতুন দিনে ভালো কিছুর প্রত্যাশা নিয়ে সকাল শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই তাইজুল পান আসগর আফগানের গুরুত্বপূর্ণ উইকেট। ৫ উইকেটে ২৭১ রানে শুক্রবার খেলা শুরু করেছিল সফরকারীরা।

আগের দিন তাইজুলের ঘূর্ণিতে বাংলাদেশ দারুণ শুরু করলেও আফগানিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শেষ দুই সেশনে। রহমত শাহের সেঞ্চুরি ও আসগরের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের উচ্ছ্বাস কেড়ে নেয় তারা। ৮৮ রানে আসগর ও ৩৫ রানে আফসার শুক্রবারের খেলা শুরু করেন।

রহমতের পর দ্বিতীয় আফগান হিসেবে সেঞ্চুরির পথে ছিলেন আসগর। কিন্তু তাইজুলের দ্বিতীয় ওভারে স্লগ করতে গিয়ে পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ হন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৭৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৯২ রানে আউট হন আসগর।

আসগরের পর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আফসার জাজাইকে ফেরান তাইজুল। আসগরকে সেঞ্চুরি বঞ্চিত করার পর আফসারকে ৪১ রানে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট পান তিনি।

শেষ পর্যন্ত উইকেটের দেখা পান সাকিব। তাইজুলকে বাউন্ডারি মেরে টেস্টে রানের খাতা খোলা কায়েস আহমেদ হন তার শিকার। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলা এই ব্যাটসম্যান ৯ রানে সিলি পয়েন্টে মুমিনুল হকের ক্যাচ হন। তাতে ১৮.৫ ওভার পর প্রথম আফগান উইকেট পান বাংলাদেশ অধিনায়ক।

নতুন দিনে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান, যার মালিক সাকিব। ইয়ামিন আহমদজাইকে নিজের দ্বিতীয় শিকার বানান বাংলাদেশের অধিনায়ক। তার বল আফগান ব্যাটসম্যানের ব্যাট-প্যাড ছুঁয়ে সৌম্য সরকারের হাতে ধরা পড়ে। আম্পায়ার শুরুতে আউট দেননি, সাকিবদের জোরালো আবেদনে টিভি রিপ্লের সঙ্কেত দেন। ভিডিও রিপ্লে দেখে আম্পায়ার আউট দেন, ৭ বল খেলে রানের খাতা না খুলে বিদায় নেন ইয়ামিন।

সাকিব, তাইজুল ও নাঈম হাসান উইকেট পেলেও চার স্পিনারের মধ্যে কেবল বঞ্চিত ছিলেন মিরাজ। শেষ পর্যন্ত তিনিও উইকেট পান রশিদকে ফিরিয়ে। সর্বোচ্চ চার উইকেট তাইজুলের, আর দুটি করে সাকিব ও নাঈমের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ