X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডিসিপ্লিনারি ইস্যুতে বাংলাদেশ সফরে নেই সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০

বাদ পড়েছেন সিকান্দার রাজা চলছে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। চট্টগ্রামের পাঁচ দিনের লড়াই শেষে এই দুই দলের সঙ্গে জিম্বাবুয়ে যোগ দেবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। বাংলাদেশে হতে যাওয়া এই সিরিজের জন্য জিম্বাবুয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। যেখানে ডিসিপ্লিনারি ইস্যুতে বাদ পড়েছেন অলরাউন্ডার সিকান্দার রাজা।

ত্রিদেশীয় সিরিজে হ্যামিল্টন মাসাকাদজাকে অধিনায়ক করে দল গড়েছে জিম্বাবুয়ে। অধিনায়ক মাসাকাদজার সঙ্গে ‘শীতল সম্পর্কের’ কারণেই স্কোয়াডে জায়গা হয়নি রাজার। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড দল ঘোষণার পর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জিম্বাবুয়ের নির্বাচক কমিটির আহ্বায়ক ওয়াল্টার চাওয়াগুতাও জানিয়েছেন, অধিনায়কের সঙ্গে ‘বিবাদে’ ডিসিপ্লিনারি ইস্যুতে বাংলাদেশ সফরের দলে জায়গা হয়নি রাজার। তিনি বলেছেন, ‘আমাদের অধিনায়ককে সমর্থন দেওয়াটা সবচেয়ে জরুরি, আর সেটা মাসাকাদজা কিংবা অন্য যে কেউ হোক না কেন। এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সব খেলোয়াড়ের সমর্থন থাকবে অধিনায়কের প্রতি। প্রত্যেকে একই সিদ্ধান্তে অটুট ও একে অন্যের প্রতি আস্থা রাখবে। এই সব কারণে রাজাকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেলর, ক্রেইগ এরভিন, শন উইলিয়ামস ও ক্রিস্টোফার এমপোফুর মতো অভিজ্ঞরা যেমন আছেন, তেমনি সুযোগ দেওয়া হয়েছে টনি মুনোঙ্গা, আইন্সলি ‍এললোভু, রায়ান ব্রুল, নেভিল মাদজিভা ও ‍টিনোটেন্ডা মুতম্বজির মতো তরুণদের।

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৪ সেপ্টেম্বর। ক্রিকবাজ

বাংলাদেশের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে দল:

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, ‍টিনোটেন্ডা মুতম্বজি, টনি মুনোঙ্গা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু, ক্রেইগ এরভিন, ব্রেন্ডন টেলর, আইন্সলি ‍এললোভু, টাইমাইসেল মারুমা, রায়ান ব্রুল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী