X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন রিজওয়ান-নওয়াজ

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৬

ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের প্রধান কোচের সঙ্গে প্রধান নির্বাচকের দায়িত্বও পেয়েছেন মিসবাহ-উল-হক। নতুন এই দায়িত্বে প্রথমবার পাকিস্তানের ওয়ানডে দল ঘোষণা করেছেন তিনি। যে দলে ফিরেছেন ব্যাটসম্যান ইফতিখার আহমেদ, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।

সামনের মাসে শ্রীলঙ্কার বিপক্ষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ঘরের মাঠে ৫০ ওভারের এই সিরিজের জন্য দল ঘোষণা করেছেন মিসবাহ। যে দলে তিন ক্রিকেটার ফিরলেও নেই শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলী। ডেঙ্গুর কারণে নেই শাহীন, আর পিঠের চোটে বাইরে থাকতে হয়েছে হাসানকে।

দুই পেসারের সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে নেই কেবল মোহাম্মদ হাফিজ। সেন্ট কিটসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলায় তিনি দলের বাইরে। অন্যদিকে অবসর নেওয়ায় স্কোয়াডে নেই শোয়েব মালিক।

২০১৫ সালে সবশেষ ওয়ানডে খেলেছেন ইফতিখার। মাত্র দুই ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট পাকিস্তান কাপে নিজেকে প্রমাণ করে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে দলে। একই প্রতিযোগিতায় আলো ছড়ানোয় জাতীয় দলের দরজা খুলে গেছে নওয়াজের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি করার পরও বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ হয়নি রিজওয়ানের। ইংল্যান্ড ও ওয়েলসের টুর্নামেন্ট শেষে আবারও সুযোগ পেয়েছেন জাতীয় দলে। অধিনায়ক সরফরাজ আহমেদের ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে থাকলেও কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ তার ব্যাটিং দক্ষতায় আলাদা গুরুত্ব দিচ্ছেন। ক্রিকইনফো

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড:

সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলী, আসিফ আলী, ফখর জামান, হারিস সোহেল, মোহাম্মদ হাসনাইন, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, উসমান খান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’