X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এখনই টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ কোহলির

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৯, ১৬:৫২আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৬:৫৬

এখনই টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ কোহলির ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সময়ের হিসাবে বাকি এক বছরের মতো। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এখনই চোখ রাখছেন অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া কুড়ি ওভারের টুর্নামেন্টে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলছে ভারতের। এরপর আছে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। সামনের এক বছরে দ্বিপাক্ষিক আরও প্রতিযোগিতায় নামবে ভারত। এতকিছুর মধ্যেও কোহলি লক্ষ্য স্থির করেছেন ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে কুড়ি ওভারের প্রতিযোগিতাটির শিরোপা জিততে চান তিনি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি নজর রাখছি আমরা। সামনের ১২ মাসে আমরা নিজেদেরকে সর্বোচ্চ সেরা জায়গায় নিয়ে যেতে চাই, যাতে আইসিসির আরেকটি বড় প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে প্রথম ও একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। দ্বিতীয় অধিনায়ক হিসেবে কুড়ি ওভারের শিরোপা জেতার লক্ষ্য কোহলির, ‘২০০৭ সালে যখন কুড়ি ওভারের ফরম্যাট একেবারে নতুন ছিল, তখন আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। তখন থেকে টি-টোয়েন্টি ক্রিকেট অনেকটা পথ পাড়ি দিয়েছে, দ্বিতীয় অধিনায়ক হিসেবে ভারতকে এই প্রতিযোগিতার শিরোপা জেতানোটা হবে গর্বের।’

অবশ্য তার আগেই ভারতের নামের পাশে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা যোগ হওয়ার সুযোগ রয়েছে। সেটি অবশ্য মেয়েদের দিয়ে। ২০২০ সালের শুরুতে অস্ট্রেলিয়াতেই বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

কোহলির নেতৃত্বে এখনও আইসিসির কোনও শিরোপা জেতা হয়নি ভারতের। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে হতাশায় ডুবতে হয়েছিল। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে হারতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষ চার থেকে ছিটকে গিয়েছিল তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী