X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাকিব-তামিমকে জয় উৎসর্গ

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ২৩:৫৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১০:৪২

সাকিব-তামিমকে জয় উৎসর্গ ভারত সফরের আগে কম ঝামেলা হয়নি বাংলাদেশের ক্রিকেটে। ক্রিকেটারদের ধর্মঘট থেকে শুরু করে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় কাঁপছিল দেশের ক্রিকেট অঙ্গন। দিল্লিতে এসেও বায়ু দূষণের কারণে অনুশীলনে ভোগান্তি। এত প্রতিবন্ধকতা দূরে সরিয়ে ভারতের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জিতলো বাংলাদেশ, যেটা নিষিদ্ধ সাকিব ও ছুটিতে থাকা তামিম ইকবালকে উৎসর্গ করলো তারা।

ম্যাচ জুয়াড়ির অনৈতিক প্রস্তাব তিনবার গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব, এর মধ্যে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ব্যক্তিগত কারণে এই সফর থেকে সরে দাঁড়ান তামিমও। দুই সিনিয়র ব্যাটসম্যান না থাকলেও ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি জিতলো বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টির হাজারতম ম্যাচ রাঙালো তারা দুর্দান্ত জয়ে।

৭ উইকেটে জেতার পর সৌম্য বলেছেন পুরো দলের মনের কথা, ‘প্রত্যেকে শান্তশিষ্ট ছিল। আমরা সবাই ইতিবাচক চিন্তা করছিলাম। তামিম ও সাকিব সিনিয়র খেলোয়াড়। আমরা এই জয়টা তাদের উৎসর্গ করতে চাই।’

এই জয়ে পুরো দলকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ, বিশেষ করে মুশফিক ও সৌম্যকে। সাকিবের নিষেধাজ্ঞায় নেতৃত্ব পাওয়া এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি মনে করি, আমাদের শুরুটাই ভিত গড়ে দিয়েছে সবকিছুর। বোলাররা দারুণ করেছে। ছেলেরা ভালো পারফর্ম করায় আমার নেতৃত্ব দেওয়াটা সহজ হয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেছেন, ‘মুশি (মুশফিক) এই কৃতিত্বের দাবিদার, বিশেষ করে সে ও সৌম্য। নাঈমও অভিষেকে ভালো ব্যাটিং করেছে, যেমনটা দরকার ছিল তেমন শুরু এনে দিয়েছে।’

বাংলাদেশের প্রশংসা করলেন ভারতের রেকর্ড ৯৯তম টি-টোয়েন্টি খেলা রোহিত শর্মা। স্বাগতিক অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশ দারুণ খেলেছে। আমরা যখন ব্যাটিংয়ে ছিলাম, তখন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনেছিল তারা। এই রানে তাদের আটকানো সম্ভব ছিল, কিন্তু আমরা ফিল্ডিংয়ে ভুল করেছি।’

/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?