X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শামীম-তৌহিদের ব্যাটে যুব দলের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ২১:৪০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৪০

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যুব টেস্টের স্কোয়াডে ছিলেন না তারা। ৫০ ওভারের ম্যাচে ফিরতেই আলো ছড়ালেন শামীম হোসেন ও তৌহিদ হৃদয়। তাদের ব্যাটে সফরকারী শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ইয়ুথ ওয়ানডে জেতার পরও হয়তো আক্ষেপে পুড়ছেন শামীম। একটুর জন্য যে সেঞ্চুরি মিস হয়েছে তার। ৯৫ রানে আউট হয়েছেন এই ব্যাটসম্যান। তার সঙ্গে তৌহিদের হার না মানা ৮২ রানের ইনিংসে শ্রীলঙ্কাকে সহজেই হারিয়েছে বাংলাদেশ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৩১ ওভারে হয়েছে ম্যাচটি। টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা ৩১ ওভারে ৭ উইকেটে করে ২০৯ রান। এই লক্ষ্য ৫ উইকেট হারিয়ে ৩২ বল আগেই পেরিয়ে যায় স্বাগতিকরা। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

২১০ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। ৪২ রানে হারিয়েছিল ৪ উইকেট। দাঁড়াতেই পারেননি তানজিদ হাসান (২), পারভেজ হোসেন (৮), মাহমুদুল হাসান (১১) ও শাহাদত হোসেন (৩)। ওই জায়গায় থেকেই প্রতিরোধ শুরু শামীম-তৌহিদের। পঞ্চম উইকেট জুটিতে ১৬১ রান যোগ করে জয়ের পথ তৈরি করেন তারা।

ব্যাট-বলে দাপট দেখানো শামীম হোসেন হয়েছেন ম্যাচসেরা একটুর জন্য সেঞ্চুরি করতে পারেননি শামীম। ঝড়ো ব্যাটিংয়ে করেন ৯৫ রান। ৬১ বলের ইনিংসটি এই ব্যাটসম্যান সাজান ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায়। তার আউটের পর জয়ের আনুষ্ঠানিকতা সারেন তৌহিদ ৫৬ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলে। অধিনায়ক আকবর আলী অপরাজিত থাকেন ১ রানে।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার অমশি ডি সিলভা। এই পেসার ৩৬ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। একটি ‍করে উইকেট নিয়েছেন দিলশান মাধুশানকা ও সান্দুম মেন্ডিস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাভোদ পারানাভিথানার হাফসেঞ্চুরিতে ৩১ ওভারে ৭ উইকেটে ২০৯ রান করে শ্রীলঙ্কা। পারানাভিথানা করেন সর্বোচ্চ ৭৮ রান। এছাড়া সোনাল দিনুশা ৪১ ও রাভিন্দু রাসান্থা করেন ৩৩ রান।

ব্যাটিংয়ের আগে বল হাতেও আলো ছড়িয়েছেন ম্যাচসেরার পুরস্কার জেতা শামীম। বোলিংয়ে ৪১ রান দিয়ে তার শিকার ২ উইকেট। সমান উইকেট পেয়েছেন রকিবুল হাসান। আর একটি করে উইকেট শিকার তানজীম হাসান সাকিব, অভিষেক দাস ও শরিফুল ইসলামের।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ